Cannes 2023: কানের রেড কার্পেটে প্রথমবার তিন কন্যা, সারা-মানুসী-এশার সাজের খুঁটিনাটি

Cannes 2023 Update: কান ২০২৩-এর রেড কার্পেটে প্রথমবার পা রেখেই মন জয় করলেন অভিনেত্রী সারা আলি খান, এশা গুপ্ত ও মানুসী চিল্লার

কানের রেড কার্পেটে প্রথমবার তিন কন্যা, সারা-মানুসী-এশার সাজের খুঁটিনাটি

1/10
তিনি এলেন এবং মন কাড়লেন। সাদা লেহঙ্গাতে যেমন একদিকে ধরা রইল ভারতীয় আভিজাত্য, তেমনই চোখ ধাঁধানো কাজ নজর কাড়ল সবার
2/10
কান ২০২৩-এর রেড কার্পেটে প্রথমবার পা রেখেই মন জয় করলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। শুধু তিনি নন, আরও একজন এবারের কানের রেড কার্পেটে নজর কেড়েছেন।
3/10
তিনিও এই বছর প্রথম পা রেখেছেন কানের রেড কার্পেটে। তিনি মানুসী চিল্লার (Manushi Chillar)। তিনি অবশ্য বেছেছিলেন পশ্চিমী পোশাক।
4/10
কানের ফিল্ম ফেস্টিভ্যালে এবার নজর কেড়েছেন আরও একজন ভারতীয়। তিনি এশা গুপ্ত। তিনিও কানের রেড কার্পেটে পা রাখলেন এই প্রথমবার।
5/10
এশা একটি হালকা গোলাপি টাইট স্লিট গাউন পরেছিলেন। গাউনের বিশেষত্ব ছিল, একদিনের উন্মুক্ত ত্বক ঢেকেছিল ফ্লোরাল কাজে।
6/10
এই প্রথম কানের রেড কার্পেটে পা রাখলেন সারা। এই দিনটার জন্য আবু জানি সন্দীপ খোসলা (Abu Jani Sandeep Khosla)-র পোশাক বেছেছিলেন সারা।
7/10
বেজ রঙের একটি লেহঙ্গা বেছেছিলেন সারা। তাতে ছিল সূক্ষ সাদা সুতোর কাজ। সারার লেহঙ্গার টপে ছিল পাথর, পুঁথি ও জরির কাজ। গোটা লেহঙ্গারই থিম ছিল সাদা, রুপোলি ও বেজ রঙ।
8/10
মাথায় বেজ রঙেরই ভেল বা ওড়না দিয়েছিলেন সারা। এক্কেবারে ব্রাইডাল লুক। তাঁর পোশাকে ছিল সম্পূর্ণ ভারতীয় ছোঁয়া।
9/10
সাধারণত কানের রেড কার্পেটে বিভিন্ন ধরনের গাউনই বেছে নেন সবাই। কিন্তু সারার লেহঙ্গা লুক মুগ্ধ করেছে সবাইকে।
10/10
কেবল সারা নয়, কানের ২০২৩-এর রেড কার্পেটে পা রেখেছিলেন অভিনেত্রী মডেল মানুসী চিল্লার (Manushi Chillar)-ও। তিনি বেছে নিয়েছিলেন সাদা অফ শোলডার গাউন। দুধসাদা নেটের লেয়ার্ড স্লিট গাউন পরেছিলেন মানুসী। চুল খোলা রেখেছিলেন। পশ্চিমী সাজে, প্রথমবার কানের রেড কার্পেটে পা রেখে নজর কেড়েছেন মানুসী।
Sponsored Links by Taboola