Rabindranath Tagore Birth Anniversary: রবি ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন লন্ডনে, কথায়-গানে-নৃত্যে মেতে উঠল সন্ধ্যা
Rabindranath Tagore Birth Anniversary: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে উদযাপনে মেতে উঠল বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন।
রবি ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন লন্ডনে, কথায়-গানে-নৃত্যে মেতে উঠল সন্ধ্যা
1/10
সৌমিক সাহা, লন্ডন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে উদযাপনে মেতে উঠল বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন।
2/10
কথিত আছে বাঙালির ধমনীতে শিরায় শিরায় রয়েছেন ঠাকুর। এমন কোনও দিন নেই, যেখানে আমাদের জীবনে রবি ঠাকুর নেই।
3/10
বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের তরফে অনুষ্ঠানে বলা হয়, যতই বড় হচ্ছি, ততই তাঁর বন্ধন খুঁজে পাওয়া যাচ্ছে।
4/10
প্রতি বছর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে একটি নতুন দিক তুলে ধরার চেষ্টা করে বলে জানিয়েছে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন।
5/10
চৈতালী দাশগুপ্তের কাজের উপর ভিত্তি করে 'রবি ও রথী' অনুষ্ঠিত হয় লন্ডনে।
6/10
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তার উপস্থিতিতে গর্বিত এই সংগঠন।
7/10
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে নৃত্যশিল্পীরা এবং সঙ্গীতশিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তনুশ্রী গুহ, স্মিতা মজুমদার।
8/10
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকীতে রাজা রামমোহন রায় এবং কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা।
9/10
পাশাপাশি ভারতীয় হাইকমিশনকেও ধন্যবাদ জানিয়েছে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন।
10/10
সবমিলিয়ে রবি ঠাকুরের গানে ও কথায়, এক সুন্দর সন্ধ্যায় নিজেদের শহর ছুঁল বিদেশে বসেই।
Published at : 27 May 2023 08:22 PM (IST)