Movie 83 Screening: মুম্বইয়ে '৮৩'-এর গ্র্যান্ড প্রিমিয়ার, হাজির ১৯৮৩-এর ভারতীয় ক্রিকেট দল
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/8
ছবির নাম ঘোষণা হওয়া থেকেই দর্শকদের মধ্যে আলোড়ন ফেলেছিল '৮৩'। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ইতিহাসকে রুপোলি পর্দায় দেখার অপেক্ষায় সকলে দিন গুনতে শুরু করেন।
2/8
ছবির পোস্টার, ট্রেলার, গান সবকিছু মন জয় করেছে অনুরাগীদের।
3/8
কবীর খান পরিচালিত ও রণবীর সিংহ অভিনীত '৮৩' ছবির স্পেশাল স্ক্রিনিং হল আজ, মুম্বইয়ে।
4/8
ছবির কলাকুশলীদের সঙ্গে রুপোলি পর্দায় সেই ইতিহাসকে পুনরায় ঘটতে দেখবেন ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলও।
5/8
যাঁদের জেতার অদম্য ইচ্ছে এবং কঠোর পরিশ্রমের ফলে বিশ্বের ময়দানে গর্বিত হয়েছিল ভারত, সেই সকল তারকা খেলোয়াড়দের সঙ্গে নিয়েই বুধবারের বিশেষ স্ক্রিনিং।
6/8
ছবিতে কিংবদন্তি খেলোয়াড় কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। তাঁর স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
7/8
সিনেমা মুক্তির প্রাক্কালে নিজের সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের সঙ্গে একটি অদেখা ছবি পোস্ট করেন রণবীর।
8/8
ইতিমধ্যেই দিল্লিতে এই ছবিকে কর-মুক্ত ঘোষণা করা হয়েছে।
Published at : 22 Dec 2021 07:53 PM (IST)