Ram Mandir Inauguration: আমন্ত্রণ পেয়েও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না যে তারকারা
সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে তারকা সমাবেশ ঘটে। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জীবী থেকে রণবীর কপূর, আলিয়া ভট্ট, এদিনের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্ঠানের বেশ কিছুদিন আগেই বিভিন্ন তারকার বাড়িতে পৌঁছে যায় আমন্ত্রণ পত্র। শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, হাজির হয়েছিলেন তারকা খেলোয়াড়, শিল্পপতি, রাজনীতিক প্রমুখরা।
কিন্তু আমন্ত্রণ পেয়েও বেশ কিছু তারকারা উপস্থিত থাকতে পারেননি এদিনের অনুষ্ঠানে। কর্মব্যস্ত শিডিউল থাকার জন্য হাজির হতে পারেননি অনেকেই। কারা তাঁরা?
তারকা দম্পতি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিও এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। কিন্তু এদিন বিরাটকে একাই দেখা গিয়েছে অনুষ্ঠানে। কেন এলেন না অনুষ্কা? তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অক্ষয় কুমারও। এদিন সকাল সকাল নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিনেতা জানান সেই কথা।
অক্ষয় কুমারের সঙ্গেই অনুপস্থিত ছিলেন অভিনেতা টাইগার শ্রফও। তাঁরা দুজনেই ব্যস্ত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির শ্যুটিংয়ে। যদিও জ্যাকি শ্রফ গিয়েছিলেন অযোধ্যায়।
রামমন্দির উদযাপনে থাকতে পারেননি অভিনেতা মোহনলালও। সূত্রের খবর, তিনি বহুপ্রতীক্ষিত ছবি 'মালাইকোট্টাই ওয়ালিবন'-এর প্রচারে সক্রিয়ভাবে ব্যস্ত। ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
রামমন্দির উদ্বোধনে অনুপস্থিত ছিলেন সানি দেওল। অভিনেতা ও বিজেপি সাংসদ সানি দেওলের ঝলক পেতে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু 'গদর' অভিনেতাকে দেখা গেল না এদিনের অনুষ্ঠানে।
অন্যদিকে এদিনের অনুষ্ঠানে হাজির হন দেশের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানি, সঙ্গে স্ত্রী নীতা আম্বানি। রামলালার প্রাণ প্রতিষ্ঠান হাজির রাধিকা মার্চেন্টের সঙ্গে মুকেশ পুত্র অনন্ত আম্বানিও।
সকাল সকাল পৌঁছন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। একে একে ভিভিআইপি জোনে ঢোকেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। একইসঙ্গে ঢুকলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও। ছিলেন আয়ুষ্মান খুরানা, রাজকুমার হিরানি, রজনীকান্তের মতো তারকারাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -