Bengali Celebrities Photos: গোয়ার মিমির সঙ্গে হঠাৎ দেখা কার?
অনেকদিন পরে পাওয়া একটা ছুটি। ভালোবাসার সপ্তাহে গোয়ায় পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে ভোটের মুখে ছুটি কাটাতে রাজ্যের বাইরে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর ডেস্টিনেশনও গোয়া।
সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন পার্নো। সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে লাল পোশাকে পার্নোর ছবি মন কেড়েছে নেটিজেনদের।
অন্যদিকে কালো পোশাক, টুপি আর রোদ চশমায় একেবারে ছুটির মুডে মিমি। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন নায়িকা।
একই জায়গায় দুই নায়িকা, আর দেখা হবে না! গোয়ায় গিয়ে হঠাৎ দেখা হয়ে যায় মিমি-পার্নোর।
ইনস্টাগ্রামে গানের সঙ্গে নাচ করে ভিডিও আপলোডও করেন তাঁরা। ভাইরাল হয়েছে সেই ভিডিওটিও।
কেবল নেটিজেনরা নয়, মিমি-পার্নোর সেই ভিডিও দেখে মুগ্ধ টলিউডের সতীর্থরাও। ভিডিওতে দর্শনা বণিক দেখেন, 'আমিও তোমাদের সঙ্গে যোগ দিতে চাই।'
পার্নো মিমির ভিডিওতে মজার কমেন্ট করেছেন ইশা সাহা, তুহিনা দাস ও মধুমিতা সরকারও
সাধারণত বাইরে কোনও ট্যুরে গেলে মিমির সঙ্গী হন নুসরত জাহান। এই ২ বন্ধুর সমীকরণ টলিউডে বেশ চর্চিত।
ছবি সৌজন্য়ে: মিমি ও পার্নোর ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -