Independence Day 2022: দেশ জুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনে সামিল তারকারা
পতাকা হাতে সাদা পোশাকে স্বাধীনতা দিবস পালন করলেন মিমি চক্রবর্তী। লিখলেন, 'আমার দেশ। আমার সম্মান। আমার গর্ব। আমার দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনৌসেনাবাহিনীর সঙ্গে কাটিয়ে ফেলেছেন একটি দিন। এবার স্বাধীনতা দিবসে পোস্ট করলেন বিশেষ ছবি। বিশালাকার তেরঙ্গা হাতে সাদা পাঞ্জাবীতে, 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন কার্তিক আরিয়ানের।
স্বাধীনতা দিবসে 'মুক্তি'র বার্তা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। জাতীয় পতাকা ফ্রেমে রেখে উড়ে যাচ্ছে একঝাঁক পায়রা। 'স্বাধীনতা'র ছবি পোস্ট পরিচালকের।
অন্যদিকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের স্বাধীনতা দিবসে অংশ নিলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা।
জাতীয় পতাকার সামনে সস্ত্রীক ছবি তুললেন বিরাট কোহলি। নিজের প্রোফাইলে ছবি পোস্ট করে 'হর ঘর তেরঙ্গা' ক্যাম্পেনে অংশ নিলেন অনুষ্কা শর্মা।
গোলাপী, সাদা, গেরুয়া চুড়িদারে স্নিগ্ধ সাজে অভিনেত্রী শ্রদ্ধা কপূর। জাতীয় পতাকা উত্তোলন করে পোস্ট করলেন ছবি।
বাড়ির সবচেয়ে খুদে সদস্য আব্রামের হাতে মন্নতের ছাদে জাতীয় পতাকা উত্তোলন। ভিডিও পোস্ট কিং খানের। সঙ্গী স্ত্রী গৌরী খান ও বড় ছেলে আরিয়ান খান।
চোখে রোদচশমা, পরনে সাদা ধবধবে পাঞ্জাবী। ব্যাকগ্রাউন্ডে বুর্জ খলিফা। তেরঙ্গা হাতে দুবাই থেকে স্বাধীনতা দিবসে অংশগ্রহণ বরুণ ধবনের।
সাদা চুড়িদার, রঙিন ওড়না, কানে ঝোলা দুল, হাতে তেরঙা চুড়ি। স্বাধীনতা দিবসের বিশেষ সাজে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ভিডিও পোস্ট নুসরতের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -