স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের পঞ্চ সংকল্প, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’; এক নজরে মোদির বার্তা

PM Modi Speech Highlights: স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের পঞ্চ সংকল্প, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই’ এক নজরে মোদির বার্তা

PM Modi Speech Highlights

1/10
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হয়েছে আজাদি কি অমৃত মহোত্সব। ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। এদিন লালকেল্লা থেকে জনগণের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- পিটিআই
2/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘বিশ্বের প্রতি কোণে তেরঙ্গা গর্বের সঙ্গে উড়ছে। নতুন সংকল্প, উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। মহাত্মা গাঁধী, নেতাজি থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে।' ছবি- পিটিআই
3/10
একতার বার্তাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের বিবিধতাই ভারতের শক্তি। ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ভারত প্রমাণ করে দিয়েছে যে আমাদের কাছে এই অমূল্য ক্ষমতা আছে। পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে। স্বাধীনতার এত বছর পর গোটা বিশ্ব ভারতকে অন্য চোখে দেখছে’। ছবি- পিটিআই
4/10
তিনি এও বলেন, ‘গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা। রাজনৈতিক স্থিরতার কতটা শক্তি দেশ আজ দেখিয়ে দিয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশকে উন্নয়নের পথে নিয়ে চলেছে’। ছবি- পিটিআই
5/10
মোদি বলেন, ‘আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরে ৫ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। ৭৫ বছর পর লালকেল্লা থেকে মেক ইন ইন্ডিয়া তোপধ্বনি শোনা গেল। মেক ইন ইন্ডিয়া সরকারি পরিকল্পনা নয়, এ এক আন্দোলন’। ছবি- পিটিআই
6/10
মোদির কথায়, ‘আগামী ২৫ বছরে উন্নত দেশ হবে ভারত। বড় সংকল্প নিয়ে এগোলে স্বপ্নপূরণ হবেই। রাজ্যগুলির মধ্যে উন্নয়নের প্রতিযোগিতা হোক’। ছবি- পিটিআই
7/10
এদিন তিনি দুর্নীতি নিয়েও কথা বলেন, ‘দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একদিকে দারিদ্র, অন্যদিকে লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে। আজ দেশবাসীর সঙ্গ চাই এই লড়াইয়ে জয়ের জন্য। লুঠের টাকা এবার ফেরত দিতে হবে। দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের ঘৃণার দৃষ্টিতে দেখতে হবে’। ছবি- পিটিআই
8/10
কোনও দল বা ব্যক্তির নাম না নিয়েও তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত রাজনৈতিক ক্ষেত্রে পরিবারতন্ত্র সংস্থাগুলিকে জড়িয়ে আছে। এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে। দেশের ক্ষমতাকে সঙ্কুচিত করেছে পরিবারতন্ত্রের রাজনীতি। পরিবারতন্ত্র পরিবারের উন্নতি করতে পারে, দেশের উন্নতি করতে পারে না। পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়েও দেশবাসীর সঙ্গ চাই’। ছবি- পিটিআই
9/10
স্বাধীনতার শতবর্ষের জন্য লক্ষ্যপূরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বললেন পাঁচ সঙ্কল্পের কথা। প্রথম সঙ্কল্প ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প ঐতিহ্য, উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্য পালন। ছবি- পিটিআই
10/10
প্রধানমন্ত্রী বলেন, এই দেশ গণতন্ত্রের ধাত্রীভূমি। আগামী ২৫ বছরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত। বৈচিত্রই ভারতের শক্তি। স্বাধীনতা দিবসের ভাষণে নারী শক্তির জয়গানও গাইলেন মোদি। লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী ছুঁয়ে গেলেন রাজনীতিকেও। ছবি- পিটিআই
Sponsored Links by Taboola