Dilip Kumar Funeral Photos: দিলীপ কুমারের মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগৎ, সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা বি-টাউনের
বুধবার মুম্বই হাসপাতালে মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বিকেল ৫টা নাগাদ, এদিন গান স্যালুটে তাঁকে শেষ বিদায় জানানো হয়। সারাদিন ধরেই তাঁকে শ্রদ্ধা জানিয়েছে বি-টাউন। অভিনেতা, গায়ক থেকে পরিচালক। সকলেই এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে নিজেদের স্মৃতির কথা শেয়ার করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-সহ গোটা সিনেমা জগৎ। সলমন খান, শাহিদ কাপুর, অনিল কাপুর, মাধুরী দিক্ষিত,সঞ্জয় দত্ত, ইয়ামি গৌতম, আশা ভোঁসলে-সহ সকলেই একে একে তাঁর স্মৃতিচারণায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। তাঁদের দাম্পত্য জীবন ইতিমধ্যেই ৫৪ বছর অতিক্রম করেছে। স্বামীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ সায়রা।
দু-দিন আগেই সাংবাদিকদের উদ্দেশে সায়রা বানু জানিয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। শীঘ্রই বাড়ি ফিরে যাবেন। তবে তাঁর আর বাড়ি ফেরা হল না। জানা গিয়েছে, দিলীপ কুমারের মৃত্যুর খবর মেলার পরই তিনি বলেন, ‘ভগবান আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিলেন'
অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটে শোকপ্রকাশ করে জানিয়েছেন, বিশ্বের সিনেমা অনুরাগীদের কাছে অনেকেই নায়ক। কিন্তু আমাদের মতো অভিনেতাদের কাছে নায়ক ছিলেন একজনই, দিলীপ কুমার। ভারতীয় সিনেমায় একটা যুগের অবসান।
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শুধু বলিউড নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা ট্যুইটে শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, সিনেমার কিংবদন্তি হিসেবে দিলীপ কুমারকে সবাই মনে রাখবে। অসাধারণ অভিনয় প্রতিভা। প্রজন্মের পর প্রজন্ম দর্শককে মোহিত করেছে তাঁর অভিনয়। তাঁর মৃত্যু ভারতীয় সাংস্কৃতিক জগতের ক্ষতি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ট্যুইটে লিখেছেন, দিলীপ কুমারজী অসাধারণ অভিনেতা ছিলেন। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের কথা সবাই মনে রাখবে। গঙ্গা যমুনা ফিল্মে তাঁর অভিনয় লক্ষ লক্ষ অনুরাগীর মনে দাগ কেটে গিয়েছিল। তাঁর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে অপুরণীয় ক্ষতি।
রাহুল গান্ধী ট্যুইট করেছেন, ভারতীয় সিনেমায় দিলীপ কুমারের অবিস্মরণীয় অবদান আগামী কয়েক প্রজন্মের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে।
তাঁর অসংখ্য গুণগ্রাহীদের মধ্যে বিশেষ একজন বলিউডের বাদশা শাহরুখ খান। শাহরুখের সঙ্গে দিলীপ কুমার এবং সায়রা বানুর সুন্দর সম্পর্কের কথা সকলেই জানেন। শাহরুখ তাঁর স্মৃতিচারণায় জানিয়েছেন, 'ছোটবেলা থেকেই দিলীপ সাবকে জানতাম। বাবা তাঁকে চিনতেন। পরে কেতন মেহতার সঙ্গে কাজের সময় তাঁর অফিসে আমি দিলীপ কুমারের ছবি দেখে অবাক হয়ে যাই। দিলীপ সাব আর সায়রাজি আমাকে তাঁদের ছেলের মতন ভালবেসেছেন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -