বিজেপি সবসময়ই একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। বাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হলেন জন বার্লা, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর ও নিশীথ প্রামাণিক। এ নিয়েই বিজেপিকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পর মমতা বলেন, ‘বিজেপি কাকে মন্ত্রী করবে, কাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলবে, এ নিয়ে কিছু বলব না। বিজেপি সবসময়ই একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি।’
এরপরেই বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়া প্রসঙ্গে মমতা বলেন, ‘আজকে বাবুল সুপ্রিয়, রাজবংশী মেয়েটাও খারাপ হয়ে গেছে।’
বিনাশকালে বুদ্ধিনাশ বলে বিজেপিকে আক্রমণ করেন মমতা।
আজ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর প্রকাশ্যেই বাবুল বুঝিয়ে দিয়েছেন, তিনি ব্যথিত।
ফেসবুকে বাবুল লেখেন, ‘হ্যাঁ, ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে। মাঝে কারও ফোন ধরতে পারিনি, তবে বন্ধু, অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে জানাতে চাই, আমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আমি সেটা করেছি।’
iবাবুল আরও বলেছেন, ‘সমস্ত সহকর্মীর জন্য অনেক শুভেচ্ছা রইল। সবার নাম আলাদা করে নিচ্ছি না তবে বাংলা থেকে যাঁরা মন্ত্রী হতে চলেছেন, তাঁদের আলাদা করে অভিনন্দন। নিজের জন্য অবশ্যই মনখারাপ, তবে বাকিদের জন্য খুশি। এগিয়ে চলো।’
২০১৪ সালে লোকসভা ভোটে জেতার পরই নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল। পদত্যাগ করার আগে তিনি সামলাচ্ছিলেন পরিবেশ ও বন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এবারের বিধানসভা ভোটে টালিগঞ্জ কেন্দ্র থেকে হেরে যান বাবুল। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও বাদ পড়লেন তিনি। এবার তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -