Tollywood Update: মুক্তি পেল জয়-সায়নী-খরাজ অভিনীত 'সিটি অফ জ্যাকেলস'-র পোষ্টার ও টিজার
মুক্তি পেল প্রার্থনা রিটেল প্রজেক্টস ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, সুজিত দত্ত (রিনো) পরিচালিত ছবি সিটি অফ জ্যাকেলস - এর অফিসিয়াল পোষ্টার ও টিজার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর কে সিং ও আশীষ মেহতা পরিবেশিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখার্জী, দেবপ্রসাদ হালদার ও অমিত সাহা।
এই দিন কলকাতা রাজবাড়ীতে টিজার ও পোস্টার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, জয় সেনগুপ্ত, পরিচালক সুজিত দত্ত (রিনো), প্রযোজক আর কে সিং সহ আরো অনেকে।
ছাপোষা এক সদ্য যৌবন উত্তীর্ণ ব্যক্তি হঠাৎ করেই একটি টাকা ভর্তি ব্যাগ খুঁজে পায়। যে টাকার জন্য তার প্রতিদিনের লড়াই, চূড়ান্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এগিয়ে চলা, হঠাৎ সেই টাকা হাতে এলে তার জীবনে ঘটতে থাকে অপ্রত্যাশিত সব ঘটনা
অন্ধকার এক জগতের দিকে তাকে ঠেলে দেয় অর্থ নামক সর্বগ্রাসী এই মোহ।কী হয় তারপর সেই কাহিনীই বলবে আসন্ন ছবি সিটি অফ জ্যাকেলস। আসন্ন নভেম্বর মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ক্রাইম ড্রামা।
এই গল্পের শুরু এক ছাপোষা মানুষের জীবনকে নিয়ে। মধ্যবয়স্ক সম্বলহীন এক ব্যক্তির হাতে হঠাৎ এসে পড়ে একটা টাকায় ভর্তি ব্যাগ।
ভয়, বিশ্বাসঘাতকতা, সন্দেহ তাকে অনেক দূরে অন্ধকারের দিকে ঠেলে দেয়, কি হয় তারপর? সেই গল্পই শোনাবে সুজিত দত্তের ছবি 'সিটি অফ জ্যাকেলস'
সব হারিয়ে কার্যত নিস্ব হয়ে বসে থাকা একটা মানুষ স্বপ্ন দেখতে শুরু করে, নিজের কাছের মানুষকে নিয়ে গ্রামের বাড়িতে সংসার করার।
যে টাকা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ওই ব্যক্তি, সেই টাকাই তাঁর জীবনে বয়ে আনে অশান্তি। ঠিক এমনই ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে 'সিটি অফ জ্যালেকস'।
পরিচালক সুজিত দত্ত (রিনো) এই ছবি সম্পর্কে বলছেন,''সিটি অফ জ্যাকেলস' আসলে একটি ক্রাইম ড্রামা। একটা টান টান থ্রিলার রয়েছে এই ছবিতে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -