Priyanka on Corona Vaccination: 'ভারতের অবস্থা দেখে কষ্ট হচ্ছে', বাইডেনের সাহায্যপ্রার্থী প্রিয়ঙ্কা
করোনা পরিস্থিতিতে দেশের বাইরে রয়েছেন তিনি। বলিউডের দেশি গার্লের ঠিকানা এখন মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানেই নিক জোনাসের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। কিন্তু তাঁর মন পড়ে ভারতে!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে ক্রমশই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। রোজ নতুন রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আকাল ভ্যাকসিনের ভাঁড়াড়েও। এই পরিস্থিতিতে দেশের হয়ে প্রেসিডেন্ট ডো বাইডেনের কাছে আর্জি জানালেন প্রিয়ঙ্কা চোপড়া।
আজ একটি ট্যুইট করে প্রিয়ঙ্কা লেখেন, আমার মনে ভেঙে গেছে ভারতকে এইভাবে করোনার সঙ্গে যুঝতে দেখে এবং মার্কিন যুক্তরাজ্যের যতটা প্রয়োজন ছিল ৫৫০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন অর্ডার করেছে @POTUS @WHCOS @SecBlinken @JakeSullivan46 ধন্যবাদ বিশ্বজুড়ে অ্যাস্ট্রোজেনেকা ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু আমার দেশের পরিস্থিতি খুব জটিল। তোমরা কি আমার দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবে? #Vaxlive’।
দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রিয়ঙ্কা। বাইডেনের কাছে ভ্যাকসিনের জন্য সাহায্য চাইলেন দেশি গার্ল। অন্য়দিকে গত সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন জো বাইডেন।
বাইডেনের সঙ্গে কথা বলার পর ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে। দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমেরিকার সহযোগিতার জন্য আমি জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছি। ভ্যাকসিনের কাঁচামাল সহ ওষুধের গুরুত্ব এবং তার মসৃণ সরবরাহ নিয়ে কথা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে ভারত আমেরিকার পার্টনারশিপ বিশ্বব্যাপী কোভিড ১৯ মোকাবিলায় সহায়ক হবে। '
ক্রমশ লম্বা হচ্ছে করোনার গ্রাফ। দৈনিক সংক্রমণের নিরিখে সারা বিশ্বে প্রথম আমেরিকা। দ্বিতীয় স্থান ভারতের। শোনা গিয়েছিল, মার্কিন সরকার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াবে। ভ্যাকসিনের কাঁচামাল সহ ওষুধে- সাহায্য করতে পারে মার্কিন প্রশাসন। এই জল্পনায় সোমবার শীলমোহর দিলেন খোদ প্রধানমন্ত্রী।
প্রিয়ঙ্কার এই সাহসী ট্যুইটের প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকে আবার বলেছেন, 'এই ট্যুইটটি আরও আগেই করা উচিত ছিল প্রিয়ঙ্কার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -