Subhashree on Coronavirus: 'গুজব রটছে! হাসপাতালে নয়, বাড়িতেই আছি' বললেন করোনা আক্রান্ত শুভশ্রী
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
1/8
সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন টলিউড নায়িকা রাজ চক্রবর্তীর ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছিলেন, ভালো আছে ছোট্ট ছেলে ইউভান।
2/8
করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আরবানার ফ্ল্যাটেই নিভৃতবাসে রয়েছেন শুভশ্রী। এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল সবাই। আর তা থেকে বাদ পড়েননি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ৷
3/8
সম্প্রতি সোশ্যাল মিডিয়া গুজব ছড়িয়েছে, শরীর বেশি অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শুভশ্রীকে। আজ নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই জল্পনার অবসান ঘটালেন তিনি।
4/8
আজ সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করে শুভশ্রী জানান, হাসপাতালে নয়, নিজের বাড়ি আরবানাতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। সেই সঙ্গে আর্জি জানালেন গুজবে কান না দেওয়ার।
5/8
আজ সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লেখেন, 'একটি খবর ছড়িয়েছে যে আমি হাসপাতালে রয়েছি। খবরটি সম্পূর্ণ ভুয়ো। আমি নিজের বাড়িতেই আছি এবং ভালো আছি। আশা করি আর কিছুদিনের মধ্যেই এই ভাইরাসের কবল থেকে মুক্তি পাব আমি।'
6/8
সেইসঙ্গে শুভশ্রী জানান, তাঁর পরিবারে সবাই সুরক্ষিত ও ভালো আছে। ছোট্ট ইউভানকে সামলাচ্ছেন রাজ। সবাইকে সাবধানে ও সুরক্ষিত থাকার পরামর্শ দেন শুভশ্রী।
7/8
কয়েকদিন আগেই ইউভানের একটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। সেইসঙ্গে লিখেছিলেন মনখারাপি লেখা। লিখেছিলেন, 'এতদিন তোমায় ছাড়া থাকতে হবে কোনওদিন ভাবিনি।' অন্যদিকে নিজের কেন্দ্রে নির্বাচন সেরে বাড়ি ফিরেছেন রাজ। ছেলের সঙ্গে মজার ভিডিও শএয়ার করেছেন তিনি
8/8
সব ছবি: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম।
Published at : 27 Apr 2021 10:38 PM (IST)