Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Dadagiri: 'দাদাগিরি'-র মঞ্চে বাদামকাকু ভুবন, সৌরভের হাত থেকে জিতে নিলেন ট্রফি
এবার ভুবন বাদ্যকারের 'দাদাগিরি' দেখার অপেক্ষায় গোটা বাংলা। যাঁর বাদাম বিক্রি করার গান নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কয়েক ডজন রিমিক্স। আর তার তালে পা মেলাচ্ছেন নেটদুনিয়ার একাংশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারকা থেকে শুরু করে ষোড়শী তরুণী, প্রায় প্রত্যেকেই অনায়াসে মজেছেন 'কাঁচা বাদাম'-এর তালে। আর এই গানের স্রষ্টা এবার 'দাদাগিরি'-র মঞ্চে
আগামী ১৯ ফেব্রুয়ারি 'দাদাগিরি'-র মঞ্চে আসছেন ভুবন বাদ্যকার ওরফে নেটদুনিয়ার বাদামকাকু (Badamkaku)। চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে কিছু ছবি।
খানে দেখা যাচ্ছে, দাদাগিরির মঞ্চে নিজস্ব মহিমায় ভুবন। হাতে রইল বাদামের ঝুড়িও।
নিজের প্রতিভায় সবাইকে হারিয়ে শেষ হাসি হেসেছেন ভুবনই। ‘দাদা’র হাত থেকে যখন ট্রফি নিয়েছেন, তখন হাততালিতে ফেটে পড়েছে প্রতিযোগিতার মঞ্চ।
ভুবন সাদামাটা মানুষ, তাঁর কথায় বার্তায় শহুরে চাকচিক্য নেই। সেভাবেই তাঁকে তুলে ধরা হয়েছিল 'দাদাগিরি'-র মঞ্চে। আলাদা করে শেখানো হয়নি কিছুই। তাঁর সঙ্গে অনায়াস গল্প করেছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভুবনকে আলাদা করে কিছুই সেখানো হয়নি। শুধু প্রতিযোগিতায় নামার আগে তাঁকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছিল।
'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁ..চা বাদাম' (Kancha Badam)। গত বেশ কয়েক মাস ধরে এই গানেই দুলছে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়া খুললেই নানা জায়গা থেকে চোখে পড়ছে এই গানের তৈরি ভিডিও।
বাদাম বিক্রি করতে করতে নিতান্তই নিজের মনে গান বেঁধেছিলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তাঁর সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেউ। আর রাতারাতি তাঁর 'বাদাম গান' জনপ্রিয় হয়ে ওঠে। শুধু গানই নয়, জনপ্রিয় হয়ে ওঠেন ভুবন বাদ্যকরও। বাংলার গণ্ডী পেরিয়ে সুদূর দক্ষিণ আফ্রিকার ইন্টারনেট সেনসেশন কিলি পলও (Kili Paul) এই গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করেছেন। এবার এই ইন্টারনেট সেনসেশন আসতে চলেছেন জনপ্রিয় কুইজ শো 'দাদাগিরি'তে (Dadagiri)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -