Dadagiri Sourav Ganguly: উপহার বদলে দিতে বলেছেন বাবা! রাগে নাকি সৌরভের জন্য আর কখনও কিছু কেনেন না সানা!
পড়াশোনা শেষ করে মেয়ে আপাতত লন্ডনে চাকুরিরতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনুরাগীদের আগ্রহ নেহাত কম নয়। কিন্তু কিভাবে লন্ডনে দিন কাটে তাঁর? বাবার সঙ্গে তাঁর সম্পর্কই বা কেমন? সেই কথা বিভিন্ন সময়েই সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত লন্ডনে রয়েছেন সানা, আর পাঁচজনের মতোই সাদামাটা জীবনযাপন করেন তিনি। কিন্তু বাবা-সৌরভের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন?
সদ্য 'দাদাগিরি'-তে এসে সৌরভ বলেছিলেন, সানা নাকি তাঁর জন্য কখনোই উপহার আনেন না। কারণ, সানা একবার পছন্দ করে উপহার আনায়, সেটা বদলে দিতে বলেছিলেন সৌরভ।
'দাদা' নিজেই 'দাদাগিরি'-র মঞ্চ থেকে বলেন, সানার অভিযোগ, আমি আগে পছন্দ করব, তবেই ও সেই জিনিস কিনে আমায় উপহার হিসেবে দেবে।'
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে এই গল্প শুনিয়েছিলেন ডোনাও। তিনি বলেছিলেন, সানা একটি চশমা এনেছিলেন সৌরভের জন্য। সেটা পরে সৌরভকে মানালেও, প্রায় অবিকল একটা চশমা নাকি তার সংগ্রহে ছিল। তাই চশমা বদলে দেওয়ার কথা বলেছিলেন তিনি।
এখানেই শেষ নয়, সানার জীবনযাত্রা নিয়ে ডোনা শুনিয়েছিলেন, তিনি নাকি লোকাল ট্রেনে করেই অফিস যান রোজ। প্রায় ঘণ্টাখানেকের রাস্তা।
এখানেই শেষ নয়, বন্ধুরা নিরামিশাষী হওয়ায়, ওই পরিবেশে থেকে আর আমিষ খাবার খেতে চান না তিনিও। স্বচ্ছন্দ্য হন নিরামিষেই।
ডোনা বলেছিলেন, সৌরভ চাননি সানা গাড়ি করে অফিস যাতায়াত করুক। সানার জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন সৌরভ
তবে রাজি হননি ডোনা, তিনি চেয়েছিলেন, সানা আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই বেড়ে উঠুক। তৈরি করুক নিজের পরিচয়।
তাঁর ছোটবেলা কেটেছে বীরেন রায় রোডের বিশাল লাল বাড়িটায়। বাবাকে চেনে গোটা বিশ্ব, মা নামকরা নৃত্যশিল্পী। তবে সেই তারকাদ্যুতি থেকে ছোট্ট মেয়েটি গা ভাসায়নি কোনোদিনই। চেষ্টা করেছে নিজের পরিচিতি তৈরি করার। যাঁকে গোটা বিশ্ব এক ডাকে চিনে নিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)- ও ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) কন্যা বলে, তিনি বোধহয় চেয়েছিলেন, তাঁকে মানুষ প্রথমে চিনুক সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) বলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -