T20 World Cup: দুর্ভাগ্যই সঙ্গী! পারফর্ম করেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হল না যাঁদের
তালিকায় শুরুতেই থাকবেন রিঙ্কু সিংহ। দেশর জার্সিতে ১৫টি-টোয়েন্টিতে ৩৫৬ রান করেছিলেন। ১৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাঁহাতি ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিঙ্কুর গড় ছিল ৮৯। কিন্তু এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। শ্রীকান্ত, পাঠানের মত প্রাক্তনরাও রিঙ্কুর পক্ষে সওয়াল করেছেন।
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি কে এল রাহুলও। ৬৮ ইনিংসে ২২৬৫ রান করেছেন রাহুল।
গত কয়েকমাসে ভারতের জার্সিতে ধারাবাহিক ছিলেন রাহুল। লখনউ সুপারজায়ান্টসের অধিনায়কও তিনি। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দলে জায়গা হয়নি তাঁর।
গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল রয়েছেন তালিকায়। তিনিও গত বছর এই ফর্ম্য়াটে জাতীয় দলে অভিষেক করেন। ১৪টি ম্য়াচ খেলে ৩৩৫ রান করেছেন।
গিল এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে ৩৩৫ রান করেছেন। ১৪৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। তবুও দলে জায়গা হয়নি তাঁর।
জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে। ভাল পারফর্মও করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেন। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেন মুকেশ।
গত বছর টি-টোয়েন্টিতে অভিষেকের পর মুকেশ কুমার ১৪ ইনিংসে ১২ উইকেট ঝুলিতে পুরেছেন। ৯.৩৯ ইকনমি রেটে বোলিং করেছেন।
এই তালিকায় আছেন রবি বিষ্ণোইও। ২৪ ম্য়াচে ৩৬ উইকেট ঝুলিতে পুরেছেন দেশের জার্সিতে এই ফর্ম্য়াটে।
আইসিসি ক্রমতালিকায় ছয় নম্বরে থাকা বিষ্ণোই ৭.৫১ ইকনমি রেটে বোলিং করেছেন। আইপিএলেও ভাল পারফর্ম করেছেন। তবুও জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -