Dadagiri: মধ্যমণি সৌরভ, 'দাদাগিরি'-র মঞ্চে নাচে গানে মাতলেন শ্রাবন্তী, ঐন্দ্রিলা, মনামী, পূজা
দাদাগিরি'-র (Dadagiri) মঞ্চে রঙের ছোঁয়া। দোলে আগে 'দাদাগিরি'-র মঞ্চে পালিত হল রঙের উৎসব। রঙিন পোশাকে সেজে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঞ্চে হাজির ছোট থেকে বড় পর্দার একাধিক তারকা। নাচে গানে মেতে উঠল মঞ্চ। আনন্দের রঙে মিশলেন সবাই।
হোলির বিশেষ এই পর্বের নাম দেওয়া হয়েছি 'রাঙিয়ে দিয়ে যাও'। মঞ্চে এদিন হাজির ছিলেন মনামী ঘোষ (Monami Ghosh), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee), শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়রা (Shrabanti Chatterjee)।
নায়িকাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন 'দাদা'-ও। চ্যানেলের তরফ থেকে সেই ছবি শেয়ার করে নেওয়া হয়েছে।
হোলির বিশেষ এই পর্বে কেবল খেলা নয়, ছিল উৎসবের আয়োজনও। সোশ্যাল মিডিয়ায় এর আগেই সৌরভের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী পূজা।
লিখেছিলেন, অনেকদিন পরে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হতে পেরে খুশি তিনি। 'দাদাগিরি'-র মঞ্চে এসে নাচে গানে জমিয়ে দিয়েছিলেন পূজা সহ অন্যান্য নায়িকারাও।
হালকা গোলাপি শাড়িতে সেজেছিলেন পূজা। ঐন্দ্রিলা বেছেছিলেন লাল স্কার্ট আর বিস্কুট রঙের টপ।
মনামীর স্টাইল স্টেটমেন্টে ছিল সবুজ হলুদে লেহঙ্গা চোলি। আর শ্রাবন্তী পরেছিলেন নীল, সবুজ, কালো রঙের শাড়ি।
মঞ্চ সাজানো হয়েছিল আবীরের রঙে, সবার পোশাকেও ছিল রঙের ছোঁয়া।
সব মিলিয়ে জমজমাট 'দাদাগিরি'-র রাঙিয়ে দিয়ে যাও পর্ব। চ্যানেলের তরফ থেকে শেয়ার করা ছবি মুগ্ধ করবে অনুরাগীদেরও
- - - - - - - - - Advertisement - - - - - - - - -