In Pics: রবিবার, ২৩ জানুয়ারি, 'দাদাগিরি'তে খুদেদের নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ পর্ব
'দাদাগিরি'র বিশেষ পর্ব
1/9
আগামী রবিবার, অর্থাৎ ২৩ জানুয়ারি 'দাদাগিরি'তে (Dadagiri) দেখতে পাবেন এক বিশেষ পর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হবে ৬ খুদে প্রতিযোগী।
2/9
বিশেষ দিনে বিশেষ পর্ব তো মাস্ট। তাই তো আগামী রবিবার, ২৩ তারিখ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) 'দাদাগিরি'র মঞ্চে মাতবেন ৬ খুদে প্রতিযোগীর সঙ্গে।
3/9
তাঁদের প্রত্যেকের বয়স ৬ থেকে ৯-এর মধ্যে।
4/9
প্রতিটি শিশুই তাদের নিজের নিজের মতো করে প্রতিভাবান ছিল বলে খবর চ্যানেল সূত্রে। এক খুদে প্রতিযোগী নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চেই তৈরি করেন 'স্যান্ড আর্ট'।
5/9
অপরদিকে পুরুলিয়ার এক শিশু তার গান এবং নাচের দক্ষতা দিয়ে জয় করে সকলের মন।
6/9
রঙবাহারি পোশাকে নজর কাড়ে প্রত্যেক শিশু।
7/9
খুদেদের নিয়ে তৈরি পর্ব। তাদের জন্য উপহারও ছিল অবশ্যই। এদিন ৪ বছরের এক পুঁচকেকে দেখা যাবে নেতাজির বেশে। মঞ্চে এসে 'পুঁচকে নেতাজি' সকলের মধ্যে উপহার বিলি করবে।
8/9
গোটা পর্বটি মজাদার এবং বিনোদনে ভরপুর। রবিবার সন্ধ্যায় দর্শকদের একটি মজাদার আনন্দ যাত্রায় নিয়ে যাবে 'দাদাগিরি'।
9/9
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে বন্ধ ছিল জি বাংলার জনপ্রিয় গেম শো 'দাদাগিরি'-র শ্যুটিং। তবে গত ১২ জানুয়ারি অসুস্থতা কাটিয়ে 'দাদাগিরি'র (Dadagiri) সেটে চেনা ছন্দে ফেরেন 'দাদা'। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দাদাগিরি'-র সেট থেকে সেলফি তুলে পোস্ট করেন সৌরভ। ক্যাপশনে লেখেন, 'ব্যাক টু ওয়ার্ক... দাদাগিরি'।
Published at : 22 Jan 2022 04:00 AM (IST)