In Pics: রবিবার, ২৩ জানুয়ারি, 'দাদাগিরি'তে খুদেদের নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ পর্ব
আগামী রবিবার, অর্থাৎ ২৩ জানুয়ারি 'দাদাগিরি'তে (Dadagiri) দেখতে পাবেন এক বিশেষ পর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হবে ৬ খুদে প্রতিযোগী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষ দিনে বিশেষ পর্ব তো মাস্ট। তাই তো আগামী রবিবার, ২৩ তারিখ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) 'দাদাগিরি'র মঞ্চে মাতবেন ৬ খুদে প্রতিযোগীর সঙ্গে।
তাঁদের প্রত্যেকের বয়স ৬ থেকে ৯-এর মধ্যে।
প্রতিটি শিশুই তাদের নিজের নিজের মতো করে প্রতিভাবান ছিল বলে খবর চ্যানেল সূত্রে। এক খুদে প্রতিযোগী নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চেই তৈরি করেন 'স্যান্ড আর্ট'।
অপরদিকে পুরুলিয়ার এক শিশু তার গান এবং নাচের দক্ষতা দিয়ে জয় করে সকলের মন।
রঙবাহারি পোশাকে নজর কাড়ে প্রত্যেক শিশু।
খুদেদের নিয়ে তৈরি পর্ব। তাদের জন্য উপহারও ছিল অবশ্যই। এদিন ৪ বছরের এক পুঁচকেকে দেখা যাবে নেতাজির বেশে। মঞ্চে এসে 'পুঁচকে নেতাজি' সকলের মধ্যে উপহার বিলি করবে।
গোটা পর্বটি মজাদার এবং বিনোদনে ভরপুর। রবিবার সন্ধ্যায় দর্শকদের একটি মজাদার আনন্দ যাত্রায় নিয়ে যাবে 'দাদাগিরি'।
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে বন্ধ ছিল জি বাংলার জনপ্রিয় গেম শো 'দাদাগিরি'-র শ্যুটিং। তবে গত ১২ জানুয়ারি অসুস্থতা কাটিয়ে 'দাদাগিরি'র (Dadagiri) সেটে চেনা ছন্দে ফেরেন 'দাদা'। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দাদাগিরি'-র সেট থেকে সেলফি তুলে পোস্ট করেন সৌরভ। ক্যাপশনে লেখেন, 'ব্যাক টু ওয়ার্ক... দাদাগিরি'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -