Dawshom Awbotaar Song: অনুপম আর রূপম সুরে বাঁধলেন সৃজিতের থ্রিলারকে, মুক্তি পেল নতুন গান
হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই মুক্তি পাচ্ছে এবার পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি দশম অবতার (Dawshom Awbotaar)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার আগে, অনুপম রায় (Anupam Roy) ও রূপম ইসলামের (Rupam Islam) যুগলবন্দিতে মুক্তি পেল নতুন গান 'আগুনখেকো' (Agunkheko)।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গানের বিভিন্ন ছবি ও মিউজিক অ্যালবামটি। সেখানে যেমন রয়েছে সিনেমার ঝলক, তেমনই রয়েছে দুই সঙ্গীতশিল্পীর সুরের সমীকরণও।
এই গানটির মধ্যে যেমন রয়েছে সুরের মাদকতা, তেমনই রয়েছে এক রহস্যের জাল। অনুপম রায়-এর কথায়-সুরে, রূপম ইসলাম-এর গাওয়া সেই জীবনমুখী গান ইতিমধ্যেই দর্শকদের ভীষণ মনে ধরেছে।
এই গানের শ্যুটিংয়ের ছবি এর আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন রূপম। এই গানে অনুপম ও রূপম দুজনকেই দেখা গিয়েছে কালো পোশাকে।
সৃজিতের ‘দশম অবতার’ ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)
'২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং।
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়, রূপমের পাশাপাশি, তাঁর গলাতেও গান শোনা যাবে এই ছবিতে। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে 'আমি সেই মানুষটা আর নেই' গানটি।
ট্রেলারেই সৃজিত দেখিয়ে দিয়েছিলেন, এই বছরের পুজোয় তাঁর ঝুলিতে কী রয়েছে। এবার অপেক্ষা কেবল ছবি মুক্তির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -