Debashish-Priyanka: সাম্প্রদায়িক অস্থিরতার প্রেক্ষাপটে প্রিয়ঙ্কা-দেবাশীষ জুটির প্রথম ছবি, থাকছেন আর কে কে?
প্রথমবার জুটি হিসেবে কাজ করতে চলেছেন প্রিয়ঙ্কার সরকার (Priyanka Sarkar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে প্রেমের ছবি নয়, এই গল্প এক অন্ধকার সময়ের। বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে তৈরি এই ছবি বলবে এক অন্ধকার সময়ের গল্প। তাতে যেমন রয়েছে রহস্যের গন্ধ, তেমনই রয়েছে রাজনীতি, ধর্মের কথা।
নতুন এই ছবির নাম ‘বাল্মীকি: এ সাগা অফ আ কমন ম্যান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন, শঙ্খ ভট্টাচার্য্য।
এই ছবির ঘটনার সূত্রপাত বাবরি মসদিজ ধ্বংস এবং তারপরে ঘটে যাওয়া সম্প্রদায়িক দাঙ্গা। সেই অশান্তির ঢেউ এসে লাগে কলকাতাতেও।
একজন মুসলমান মহিলা রাস্তায় কুড়িয়ে পায় শাহিদকে। অন্যদিকে বর্তমান সময়ে সাংবাদিক ভাস্বতী মজুমদারের লেখা বই থেকে ফিরে আসে শাহিদের জীবনকথা।
এই দুই ঘটনা কি নেহাৎ কাকতালীয় নাকি এর মধ্যে যোগ রয়েছে অন্য কোনও রহস্যের? সেই ঘটনাকেই তুলে ধরা হবে সিনেমায়।
এই ছবির সিনেমাটোগ্রাফারের দায়িত্বে রয়েছেন শুভদীপ কর্মকার। এই ছবিতে শোনা যাবে লালনের গানও। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।
ছবির প্রযোজক প্রিয়ঙ্কণা সরকার ও বিশ্বজিৎ পাল জানিয়েছেন, লালনের গান থেকেই এই ছবির ভাবনার শুরু। উল্লেখ্য, এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত (Rajatabha Dutt)।
অন্য়ান্য ভূমিকায় রয়েছেন, সুমনা মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, সম্রাট বিশ্বাস। এই ছবি বলে এক স্রোতের বিপরীতে ভেসে থাকার গল্প।
নতুন এই ছবি বলবে এক অন্ধকার সময়ের গল্প। তার মধ্যে দেবাশীষ-প্রিয়ঙ্কার সমীকরণ কী হবে, গল্পে সেটাই দেখার। এই ছবিতে অন্যান্য ভূমিকারও গুরুত্ব রয়েছে। খুব তাড়াতাড়িই শুরু হবে ছবির শ্যুটিং
- - - - - - - - - Advertisement - - - - - - - - -