Debchandrima Singha Roy: হাতে সময় মাত্র ১ মাস, কীভাবে নিজেকে 'পরিণীতা'-র- জন্য তৈরি করেছিলেন দেবচন্দ্রিমা?
আপাতত মুম্বইয়ে ধারাবাহিকের কাজে ব্যস্ত তিনি, তবে তাঁর কাছে বড় প্রিয় কাজ 'পরিণীতা'? কীভাবে দেবচন্দ্রিমা সিংহ রায় থেকে শরৎ সাহিত্যের ললিতা হয়ে উঠেছিলেন তিনি, সেই গল্পই এবিপি লাইভকে শোনালেন নায়িকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'পরিণীতা' দেবচন্দ্রিমার কেরিয়ারের অন্যতম একটা বড় প্রোজেক্ট সে-কথা তিনি স্বীকার করে নিলেন নিজেই। তবে এই কাজের প্রস্তুতির জন্য তিনি সময় পেয়েছিলেন মাত্র ১ মাস। তারমধ্যেই বদলে ফেলতে হয়েছিল নিজেকে।
দেবচন্দ্রিমা বলছেন, 'অদিতিদি আর শ্রীকান্তদা যে আমার ওপর ভরসা রেখেছেন, তাতে আমি কৃতজ্ঞ। 'পরিণীতা' আমার কেরিয়ারের খুব উল্লেখযোগ্য একটা কাজ, তাই এটার জন্য প্রচুর খেটেছিলাম।'
দেবচন্দ্রিমা বলছেন, 'এর আগে, 'প্রেমে পড়া বারণ'-এর শ্যুটিং করেছি। 'পরিণীতা' -র জন্য মাত্র ১ মাস সময় পেয়েছিলাম। গৌরবদার (Gaurav Chakrabarty) মধ্যে, কথা বলা-হাঁটাচলায় একটা সাবেকিয়ানা রয়েছে। আমার মধ্যে সেটা একেবারেই নেই। '
দেবচন্দ্রিমা বলছেন, 'আমি ১ মাস ধরে বাড়িতে শাড়ি পরে হাঁটাচলা করতাম। পুরনো দিনের মতো করে কথা বলার চেষ্টা করতাম। বারে বারে চিত্রনাট্য পড়েছি, বই পড়েছি।'
দেবচন্দ্রিমা বলছেন, 'তবে হ্যাঁ, এই ছবি নিয়ে আগে যা কাজ হয়েছিল, সেগুলো দেখিনি। কারণ তাতে অনুকরণ করার প্রবণতা চলে আসে। যাঁরা এর আগে ললিতার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা কিংবদন্তি। আমার সঙ্গে তাঁদের তুলনাও চলে না। তাই আমি পরিণীতাকে নিজের মতো করেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। '
দেবচন্দ্রিমা বলছেন, 'শ্যুটিং শেষ হওয়ার পরে অদিতিদি আমায় বলেছিলেন, 'তুই ছাড়া আমি আর কাউকে ললিতা হিসেবে ভাবতেই পারছিলাম না। তুই যা কাজ করেছিস তাতে আমি খুশি। বাকিটা দর্শকের ওপর।'
আপাতত মুম্বইয়ে রয়েছে দেবচন্দ্রিমা, কাজ করছেন হিন্দি ধারাবাহিকে। নতুন পরিবেশের সঙ্গে কতটা নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছেন তিনি?
দেবচন্দ্রিমা জানিয়েছেন, প্রথম প্রথম একা লাগলেও, পরে খাপ খাইয়ে নিয়েছেন তিনি। এখন সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে বেশ ভালই লাগছে তাঁর। বাধা হয়নি ভাষাও।
তবে দেবচন্দ্রিমা জানিয়েছেন, হিন্দি ধারাবাহিকে ১৬-১৭ ঘণ্টা টানা শ্য়ুটিং হয়। ফলে বিশ্রাম নেওয়ারও সময় পাওয়া যায় না একেবারেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -