Debina Bonnerjee: দুই সন্তানের জন্ম, ওজনবৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার বঙ্গকন্যা দেবিনা
একটা সময় তাঁর কেরিয়ার শুরু হয়েছিল এই বাংলা থেকেই। প্রথমে মডেলিং ও পরে ধারাবাহিক। সুযোগ পেয়ে পাড়িও জমিয়েছিলেন মুম্বইতে। ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনও জিতে নিয়েছিলেন এই বঙ্গকন্যা। দেবিনা বন্দ্যোপাধ্যায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা। প্রথম সন্তান জন্মের মাত্র ৪ মাস পরেই আবার অন্তঃসত্তা হওয়ার খবর দেন দেবিনা। তিনি নিজেও বুঝতে পারেননি কীভাবে এই ম্যাজিক সম্ভব। কিন্তু সুস্থ শরীরেই দুই সন্তানের জন্ম দিয়েছেন দেবিনা।
একাধিক সাক্ষাৎকারে দেবিনা জানিয়েছিলেন, তাঁর শরীরে বেশ কিছু সমস্যা ছিল। বারে বারে গর্ভপাত হত তাঁর। কিন্তু ৪ মাসের ব্যবধানে অন্তঃসত্তা হয়ে পড়াকে ম্যাজিক বলেই মনে করেন তাঁরা। বর্তমানে সুস্থ রয়েছেন দেবিনা। তবে দুই সন্তান জন্মের কারণে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে তাঁর ওজন
সোশ্যাল মিডিয়ায় তাঁকে বেশি ওজন নিয়ে কটাক্ষের স্বীকারও হতে হয়েছে তাঁকে। যদিও দেবিনা বর্তমানে নিজে একটি ইউটিউব চ্যানেল চালান। সেখানে নিজের যত্ন নিয়ে, শরীরচর্চা নিয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকেন তিনি। তা মেনে চলে নিজেও।
দুই সন্তানকে সামলাতে হচ্ছে, তবে দেবিনা ওজন ঝরানোর জন্য যথেষ্ট চেষ্টা করছেন বলেই একাধিক ভ্লগে বলেছেন তিনি। নিয়মিত শরীরচর্চা তো রয়েছেই, তবে ভরসা রাখেন বাড়ির খাবারে।
দুই মেয়েকেও বাড়ির খাবারই খাওয়ান দেবিনা, অনেক সময়েই নিজের হাতে রান্না তৈরি করেন। আগের মতো তন্বী চেহারা পেতে চাইলেও, দেবিনা বিশ্বাস করেন, সুস্থভাবে ওজন কমাতে গেলে সময়ের প্রয়োজন
সোশ্যাল মিডিয়ায় অবশ্য দেবিনা বেশ সক্রিয়। নিজের বহু ছবি শেয়ার করতে থাকেন তিনি। ওজন বৃদ্ধি হওয়া নিয়ে অবশ্য তাঁর রাখঢাক নেই, সবরকম পোশাকেই বেশ সাবলীল দেবিনা।
তবে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন দেবিনা। নিজের ভ্লগে তিনি এই কথা জানিয়েওছেন। তবে দেবিনার মতে, এই সমস্ত কটাক্ষ তাঁকে আরও উৎসাহ দেন। তিনি আরও বেশি করে ওজন কমিয়ে ফের আগের চেহারায় ফিরতে চান। তাই ট্রোলারদের ধন্যবাদই দিয়েছেন তিনি।
২০০৮ সালে ছোটপর্দার দুই তারকা গুরমিত চৌধুরি ও দেবিনা বন্দ্যোপাধ্যায়ের প্রেমকাহিনি শুরু হয় 'রামায়ণ'-এর শ্যুটিং ফ্লোরেই। ওই ধারাবাহিকে রামের চরিত্রে ছিলেন গুরমিত ও সীতার চরিত্রে অভিনয় করতেন দেবিনা। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়।
ছোট পর্দায় দেবিনার আত্মপ্রকাশ হয় তামিল টিভি সিরিয়াল 'মায়াবী' দিয়ে। এই ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হন দেবিনা। ছোট পর্দার একাধিক শো-তে দেখা গিয়েছে দেবিনা বন্দ্যোপাধ্যায়কে। কখনও প্রতিযোগী হিসেবে। কখনও আবার অতিথি হিসেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -