Debina Bonnerjee Birthday: বাঙালি কন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?

দেবিনা বন্দ্যোপাধ্যায়

1/10
আজ জন্মদিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
2/10
কলকাতার বাঙালি পরিবারে জন্ম দেবিনা বন্দ্যোপাধ্যায়ের। আজ জন্মদিনে ৩৫ বছরে পা দিলেন অভিনেত্রী।
3/10
বেশ কিছু ছবিতে অভিনয় করেন দেবিনা। শুধু হিন্দিই নয়, তামিল, তেলুগু, কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন।
4/10
ছোট পর্দায় তাঁর আত্মপ্রকাশ হয় তামিল টিভি সিরিয়াল 'মায়াবী' দিয়ে। এই ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হন দেবিনা।
5/10
২০০৮ সালে 'রামায়ণ' ধারাবাহিকে সীতার চরিত্রে দেখা যায় দেবিনা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বিপরীতে রামের চরিত্রে ছিলেন গুরমিত চৌধুরি। এই ধারাবাহিক তাঁকে দর্শকের কাছে আরও জনপ্রিয় করে তোলে।
6/10
ছোট পর্দার একাধিক শো-তে দেখা গিয়েছে দেবিনা বন্দ্যোপাধ্যায়কে। কখনও প্রতিযোগী হিসেবে। কখনও আবার অতিথি হিসেবে।
7/10
শেষবার বড় পর্দায় দেবিনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে 'খামোশিয়া' ছবিতে। এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় তাঁকে।
8/10
২০১১ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবিনা বন্দ্যোপাধ্যায়। গত বছর তাঁরা ফের বিয়ে করেন একে অপরকে।
9/10
সদ্যই প্রথম সন্তান এসেছে দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরির জীবনে। কন্যা সন্তানের নাম রেখেছেন লিয়ানা চৌধুরি।
10/10
দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনেই তাঁর শ্বশুর ও শাশুড়ির বিবাহবার্ষিকী। অভিনেত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
Sponsored Links by Taboola