Debina Bonnerjee Birthday: 'সবাই ভুলে গিয়েছে আমি বাঙালি' আফশোস দেবিনার

'সবাই ভুলে গিয়েছে আমি বাঙালি' আফশোস দেবিনার

1/8
আজ ছোটপর্দার অভিনেত্রী দেবিনা বন্দোপাধ্যায়ের জন্মদিন। মুম্বইতে নিজের জন্মদিনের উৎযাপন করলেন নায়িকা। তবে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে হল না কোনও পার্টি।
2/8
'রামায়ণ' ধারাবাহিকে অভিনয় করার সময় আলাপ হয় গুরমিত চৌধুরী ও দেবিনার। আলাপ গড়ায় প্রেমে। আপাতত স্বামী-স্ত্রী তারা। কলকাতা ছেড়ে মুম্বইতেই ঘর বেঁধেছেন দেবিনা।
3/8
নিজের অ্যাপার্টমেন্টেই কেক কেটে জন্মদিন পালন করেন দেবিনা। বলেন, প্রত্যেক বছরই নাকি এই দিনটার জন্য বিশেষ কিছু আয়োজন করে গুরমিত।
4/8
কোনও বিশেষ জন্মদিন মনে পড়ে? নায়িকা বলছেন, 'একবার জন্মদিনের দিন আমায় ঘুরতে নিয়ে গিয়েছিল গুরমিত। কোথায় যাচ্ছি বলেনি। একটা জায়গায় আমায় হঠাৎ গাড়ি থেকে নামিয়ে দেয়। দেখি রাস্তার ওপরে ব্যান্ড পার্টি নিয়ে দাঁড়িয়ে অনেকে। আমায় দেখে সবাই ব্যান্ড বাজাতে শুরু করে। আমি তো অবাক। সেখানেই কেক কাটা হয়। এমনই অদ্ভুত সব পরিকল্পনা করে গুরমিত।'
5/8
সেই জন্মদিনেই নাকি আরও একটা মজার ঘটনা ঘটে। কেক কাটার পর লোনাভলা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মাঝরাস্তায় গাড়ির তেল ফুরিয়ে যায়। সেদিন সমস্ত পাম্প বন্ধ থাকায় মাঝরাস্তা থেকেই ফিরে আসতে হয়েছিল তাঁদের।
6/8
কলকাতা থেকেই কেরিয়ার শুরু দেবিনার। বলছেন, "কলকাতার প্রায় সমস্ত ব্র্যান্ডের সঙ্গেই কাজ করে ফেলেছিলাম আমি। তাই মুম্বই পাড়ি দিই। এখানে এসে 'রামায়ন'-এ অভিনয় করার সুযোগ পাই।'
7/8
ছবি বা ধারাবাহিক নয়, আপাতত নিজের ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করছেন দেবিনা। অনেকেই তাঁর কাছে তাঁর রুপচর্চার বিভিন্ন টিপস চান। শরীরচর্চা ও ত্বকের যত্ন নেওয়ার বিভিন্ন পদ্ধতিই সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন তিনি।
8/8
'রামায়ণ' রি টেলিকাস্ট হওয়ার পর তার সাফল্য দেবিনার কাছে বিশাল পাওয়া। 'চিড়িয়াঘর' এর চরিত্রের নাম ধরে কেউ ডাকলে এখনও ভালোলাগা কাজ করে তাঁর। আফশোসের সুরে বললেন, 'সবাই ভুলেই গিয়েছে আমি বাঙালি। কলকাতা থেকে আবার কাজের ডাক পেলে আবার ফিরব।'
Sponsored Links by Taboola