Deepika-Ranveer: মুম্বইয়ের গরমে কালো কোট, টুপি.. 'ব্যাঙ্ক ডাকাতি করতে যাচ্ছেন নাকি', ট্রোলড দীপিকা-রণবীর
তাঁরা বলিউডের পাওয়ার কাপল। তাঁদের হাতে হাত রেখে দেখলেই ছেঁকে ধরেন ছবিশিকারীরা। দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের বিমানবন্দরে তোলা তাঁদের একটি ভিডিও। কিন্তু বিধি বাম। প্রশংসার বদলে সেই ভিডিও দেখেই ধেয়ে এল কটাক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন? কারণ হল দীপিকা ও রণবীরের পোশাক। দুজনেই এদিন রঙমিলান্তি করে পরেছিলেন কালো পোশাক। রণবীরের চোখে ছিল কালো চশমা। তবে এ গি আদৌ বিমান সফরে যাওয়ার পোশাক? সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরাই।
রণবীরের পরণে ছিল কালো টি শার্ট ও প্যান্ট। তার ওপরে একটি লম্বা কালো উইন্টার কোট। মাথায় শীতের টুপি। চোখে রোদচশমা। অন্যদিকে রোদচশমা ছিল দীপিকার চোখেও। তিনি কালো রঙের একটি ফুল হাতা কো অর্ড সেট পরেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় রণবীর ও দীপিকার এই লুক ছড়িয়ে পড়তেই তা ভাইরাল। নেটিজেনদের বক্তব্য, এ কি আদৌ বিমান সফর করার পোশাক, নাকি তাঁরা ব্য়াঙ্ক ডাকাতি করতে যাচ্ছেন?'
এর আগেও কালো পোশাকে একাধিক রঙ মিলান্তি করেছেন রণবীর দিপীকা। তবে অনুরাগীদের মধ্যে সেগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু এবার দীপিকা রণবীরের এই রঙমিলান্তি মেন ধরল না অনুরাগীদের।
মুম্বইতে বর্তমানে ভীষণ গরম। এই গরমে এমন ফুল হাতা কালো পোশাক পরেছেন বলেই ট্রোলের স্বীকার হতে হয়েছে। অনেকেই বলছেন, এত গরমে কীভাবে এমন ফুল হাতা পোশাক, কোট পরে রয়েছেন তাঁরা?
অন্যদিকে সামনেই 'ডন ৩'-র শ্যুটিং শুরু করার কথা রণবীর সিংহের। এর আগে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে 'ডন ৩'-র শ্যুটিং শুরু করবেন তিনি। এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা আডবাণী। কাজেই এখন খোঁজ চলছে নতুন নায়িকার।
দীপিকা ও রণবীরের সংসারে এসেছে ছোট্ট দুয়া। এখন তাঁকে ঘিরেই দীপিকা ও রণবীরের জীবন আবর্তিত হচ্ছে। তবে এদিন দীপিকা ও রণবীরের সঙ্গে দেখা গেল না ছোট্ট দুয়াকে। স্বামী স্ত্রী হাতে হাত রেখেই এসেছিলেন বিমানবন্দরে।
অন্যদিকে, ধীরে ধীরে কাজে ফিরছেন দীপিকাও। ইতিমধ্যেই একাধিক ফ্যাশন শো-এ অংশ নিয়ে ফেলেছেন তিনি। গিয়েছেন দেশের বাইরেও। তবে দুয়াকে রেখে এখনই তিনি সিনেমার শ্যুটিংয়ে ফিরবেন কি না, সেটাই দেখার।
সিনেমায় ফিরছে দীপিকার হাতে প্রথম প্রোজেক্ট ই রয়েছে 'কল্কি ২'। কাজে ফিরে 'কল্কি ২'-এর শ্যুটিংই শুরু করবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -