BAFTA 2024: 'বাফটা'র রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরে নজর কাড়লেন দীপিকা
Deepika Padukone: এবারের বাফটার সঞ্চালনা করছিলেন ডেভিড টেন্যান্ট। সেখানে পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে যোগ দেন দীপিকা পাড়ুকোন। উপস্থাপক বা প্রেজেন্টার হিসেবে মঞ্চে ওঠেন, হিউ গ্রান্ট, দুয়া লিপা প্রমুখ।
Continues below advertisement
বাফটায় দীপিকা পাড়ুকোন
Continues below advertisement
1/10
প্রথমবার 'বাফটা'র মঞ্চে হাজির বলিউডের ডিভা, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
2/10
অনুষ্ঠিত হল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, ভারতীয় সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৪, রাত সাড়ে ১২টা থেকে। ছবি: ইনস্টাগ্রাম
3/10
এদিনের তারকা খচিত অনুষ্ঠানে প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
4/10
আর সেখানেই নজর কাড়লেন ভারতীয় পোশাকে। ব্রিটিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরলেন শাড়ি। ছবি: ইনস্টাগ্রাম
5/10
তারকা ডিজাইনার সব্যসাচীর তৈরি 'শিমারি' শাড়ির সঙ্গে মানানসই ব্যাকলেস ব্লাউজ। চুলে মেসি বান। মোহময়ী দীপিকা। ছবি: ইনস্টাগ্রাম
Continues below advertisement
6/10
লন্ডনের 'রয়্যাল ফেস্টিভ্যাল হল'-এর লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী। ভাইরাল হল ছবি ভিডিও। ছবি: ইনস্টাগ্রাম
7/10
দীপিকা পাড়ুকোন এদিন পরিচালক জোনাথন গ্লেজারের হাতে পুরস্কার তুলে দেন, 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগে তাঁর 'দ্য জোন অফ ইন্টারেস্ট' ছবির জন্য। ছবি: ইনস্টাগ্রাম
8/10
তবে এই প্রথম আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানে দেশীয় পোশাকে হাজির হলেন দীপিকা পাড়ুকোন, এমন নয়। একই নজির রেখেছেন আগেও। ছবি: ইনস্টাগ্রাম
9/10
বেশ কয়েক বছর আগে যখন তিনি প্রথমবার 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এর রেড কার্পেটে হেঁটেছিলেন, তখন রোহিত বলের ডিজাইন করা শাড়ি পরেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম
10/10
রপর একবার তাঁকে সব্যসাচীর শাড়িতে দেখা যায়। ২০২২ সালের 'কান চলচ্চিত্র উৎসব'-এ তাঁকে আবু-সন্দীপের ডিজাইন করা শাড়িতে দেখা যায় যেখানে জুরির আসনে ছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 19 Feb 2024 07:36 AM (IST)