Deepika Padukone: দীপিকার লেখা ছোট্ট এই কথাটাই বদলে দিতে পারে আপনার জীবন-দর্শন!
Deepika Padukone News: দীপিকা দীর্ঘদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তিনি সুবক্তা, ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে দীপিকার বলা বিভিন্ন কথা।
দীপিকার জীবন-দর্শন
1/10
মা হতে চলেছেন তিনি, নিজের খেয়াল রাখার সঙ্গে সঙ্গে বজায় রাখছেন কাজও। তবে তিনি দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সবসময়েই তিনি হাঁটেন অন্য পথে।
2/10
দীপিকা দীর্ঘদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তিনি সুবক্তা, ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে দীপিকার বলা বিভিন্ন কথা।
3/10
আর আজ, সোশ্যাল মিডিয়ায় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একটি পোস্ট করেন দিপীকা। আর সেখানেই যেন স্পষ্ট, জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন তিনি। বলা ভাল, উপভোগ করছেন।
4/10
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দীপিকা লিখেছেন, 'কখন আপনি বুঝবেন, জীবনের সেরা সময়টা আপনি উপভোগ করছেন? যখন আপনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দেখনদারি করতে ইচ্ছা করবে না। ব্যক্তিগতই রাখতে ইচ্ছা হবে।'
5/10
image 6
6/10
দীপিকার এই পোস্টটি মনে ধরেছে নেটিজেনদের। এমনই দীপিকা সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কেবলমাত্র বিভিন্ন ফটোশ্যুট ও বিজ্ঞাপনের ছবি শেয়ার করতে অভ্যস্থ তিনি। ব্যক্তিগত জিনিস শেয়ার করেন না বললেই চলে।
7/10
দীপিকার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, তিনি অন্তঃসত্ত্বা। আর তাই 'জীবনের সেরা সময়'-টা কাটাচ্ছেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে, নিজের জীবন গোছাতেই মন দিয়েছেন দীপিকা।
8/10
সদ্য দীপিকাকে দেখা গিয়েছিল একটি শিশুদের বিপণিতে। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছিল, হবু সন্তানের জন্যই কেনাকাটায় ব্যস্ত হবু মা দীপিকা। তবে সেই সময়ে দীপিকার সঙ্গে ছিলেন না রণবীর সিংহ (Ranveer Singh)।
9/10
দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করে নেওয়ার পরেও শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন তাঁর নতুন ছবির। সেই সময়ে স্পষ্ট ছিল না তাঁর বেবি বাম্প। অনেকেই সেই সময়ে মনে করেছিলেন, সম্ভবত সারোগেসি পদ্ধতির মাধ্যমে দীপিকার সন্তান পৃথিবীতে আসতে।
10/10
তবে ভুল ভাঙে নির্বাচনের দিন। সেইদিনই প্রথম প্রকাশ্যে আসে দীপিকার বেবি বাম্প। এরপরে আরও একটি ফটোশ্যুটে দীপিকার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়
Published at : 14 Jun 2024 10:12 PM (IST)