'Projapati': প্রেক্ষাগৃহে ১০০ দিন পার, এখনও হাউজফুল দেব-মিঠুনের 'প্রজাপতি'
প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করল দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর অভিনীত ছবি প্রজাপতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই উপলক্ষ্যে সিনেমাহলে হঠাৎ হাজির হয়ে দর্শকদের চমকে দিলেন দেব স্বয়ং। শুধু কী তাই? সিনেমাহলে দর্শকদের সামনেই কেক কাটলেন দেব।
কেবল বাংলা নয়, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো জায়গাতেও ভাল ব্যবসা করেছে 'প্রজাপতি', এমনটাই দাবি পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে।
২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। 'প্রজাপতি' ছবি মুক্তির পরই জড়ায় রাজনৈতিক বিতর্কে।
রাজ্য সরকারের প্রেক্ষাগৃহ 'নন্দন'-এ এই ছবি মুক্তি পায়নি। শুরু হয় রাজনৈতিক তরজা।
অভিযোগ ওঠে ছবিতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থাকায় তা নন্দনে আনা হয়নি। তবে সেই বিতর্ক পাশে সরিয়েই দর্শকের মন জয় করেছে দেব ও মিঠুনের 'প্রজাপতি'।
এই ছবি এক বাবা ছেলের সমীকরণের গল্প বলেছে। দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন 'বাবা' মিঠুন।
কিন্তু পেশায় ওয়েডিং প্ল্যানার দেবের পছন্দ শ্বেতাকে। মন না প্রয়োজন, কাকে বেছে নেবেন দেব, সেই উত্তর খুঁজতেই এক নিঃশ্বাসে দেখে ফেলা যায় 'প্রজাপতি'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -