মুম্বইতে মায়ের জন্মদিন উদযাপনে রুক্মিণী, পাশে থাকলেন দেব
দেব-রুক্মিণী
1/10
হাজির কেক, মোমবাতি। হাসি মুখে উঠল সেলফি, কাটা হল কেক। মুম্বইতে মায়ের জন্মদিন পালন করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পাশে থাকলেন দেব
2/10
সোশ্যাল মিডিয়ায় মায়ের জন্মদিন পালনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী রুক্মিণী।
3/10
জন্মদিনেরর এই ছোট্ট পার্টিতে উপস্থিত ছিলেন রুক্মিণীর বিশেষ বন্ধু দেবও।
4/10
মায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন রুক্মিণী। পোস্ট করেন আবেগপ্রবণ লেখাও।
5/10
রুক্মিণী দেখেন, 'একটা খুব ছোট্ট কিন্তু খুব বিশেষ আয়োজন। এই দিনটা খুব স্মরণীয়।'
6/10
রুক্মিণী আরও লেখেন, 'তুমি আমার শক্তি, আমার সবচেয়ে বন্ধু। শুভ জন্মদিন মা। আরও ১০০ বছর তুমি বেঁচে থাকো।'
7/10
সম্প্রতি মুক্তি পেয়েছে রুক্মিণীর নতুন ছবি। অন্যদিকে 'গোলন্দাজ'- এর কাজে ব্যস্ত দেবও।
8/10
তার মধ্যে থেকেই সময় বের করে নিলেন বিশেষ মানুষের জন্য। ঘরোয়া অনুষ্ঠানেই পালন করলেন জন্মদিন।
9/10
অনুষ্ঠানে দেখা গেল না কোনও কাছের বন্ধুকেও। কেবল ঘরের মানুষজনেদের সঙ্গেই বিশেষ দিনটা ভাগ করে নিলেন দেব-রুক্মিণী
10/10
ছবি সৌজন্যে: রুক্মিণী মৈত্রর ইনস্টাগ্রাম
Published at : 03 Mar 2021 11:52 AM (IST)