Ram Kamal Mukherjee: রামকমলকে জাতীয় পুরস্কারের শুভেচ্ছা দেব-রুক্মিণীর, মধ্য়রাতেই জমজমাট পার্টির আয়োজন

National Award win: রাম কমল মুখোপাধ্যায়ের আগামী ছবি বিনোদিনীতে মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র।

রামকমলকে জাতীয় পুরস্কারের শুভেচ্ছা দেব-রুক্মিণীর, মধ্য়রাতেই জমজমাট পার্টির আয়োজন

1/9
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ'নন ফিচার ফিল্ম' বিভাগে বিশেষ উল্লেখ পেয়েছে পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ছবি 'এক দুয়া'।
2/9
আর পরিচালকের এই সাফল্য়ই কেট কেকে উদযাপন করল দেব ও রুক্মিণী। দেবের বাড়িতেই রাত্রি বেলা আয়োজন করা হয়েছিল জমজমাট পার্টি।
3/9
ইতিমধ্যেই রাম কমল মুখোপাধ্যায়ের শেষ করে ফেলেছেন তাঁর আগামী ছবি 'বিনোদিনী'-র শ্যুটিং। এই ছবিতে 'বিনোদিনী'-র ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র।
4/9
রাম কমলকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখছিলেন, 'জাতীয় পুরস্কার! এটা বিশাল ব্যাপার। আমার বন্ধু, আত্মবিশ্বাসের খনি, আমার রাত ১টায় ফোন করার মানুষ, আমার সমস্ত বিটিএস আড়ালে রাখার মানুষ, আর হ্যাঁ... আমার প্রিয় পরিচালক। প্রথম জাতীয় পুরস্কার সবসময় বিশেষ..'এক দুয়া'-র জন্য অনেক শুভেচ্ছা।'
5/9
উল্লেখ্য়, 'এক দুয়া' (Ek Duaa) এষা দেওল তখতানি অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পায় ২০২১ সালে।
6/9
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন দেব-ও। যদিও বিনোদিনী ছবিতে অভিনয় করছেন না তিনি। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে দেব। শ্যুটিং চলাকালীন মাঝে মাঝে হাজিরও হয়ে যেতেন তিনি।
7/9
সেই ক্যামেরার আড়ালের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখেছিলেন, 'আমার এবং গোটা বাঙালিদের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। আমার ছবি 'বিনোদিনী'-র পরিচালক রামকমল জাতীয় পুরস্কার পেয়েছেন। আমরা সবাই তোমার জন্য ভীষণ ভীষণ খুশি। একজন সাংবাদিক থেকে পরিচালক হয়ে ওঠার তোমার যে সফর, তা সত্যিই আকর্ষণীয়, অনুপ্রেরণাদায়ক।'
8/9
প্রসঙ্গত, 'বিনোদিনী' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে।
9/9
এরপরে, রুক্মিণীকে দ্রৌপদীর মতো চ্যালেঞ্জিং চরিত্রে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শকেরা। রামকমল-রুক্মিণীর এই জুটির থেকে প্রত্যাশা রয়েছে দর্শকদের।
Sponsored Links by Taboola