Dev: ঘোড়ার পিঠে দেব, শুরু করে দিলেন 'রঘু ডাকাত'-এর প্রস্তুতি
Raghu Dakat: দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে রঘু ডাকাত। এই ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের স্বপ্ন
নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিলেন দেব
1/10
এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে তাঁর ছবি.. আর এরমধ্যেই নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিলেন দেব (Dev)।
2/10
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'। এই ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের স্বপ্ন
3/10
জল্পনা ছিলই, অবশেষে স্পষ্ট হল 'রঘু ডাকাত'-এর কাস্টিং। দেব (Dev) অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত' ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)।
4/10
আগেই জানা গিয়েছিল এই ছবিতে দুই নায়িকার ভূমিকায় থাকবেন সোহিনী সরকার (Sohini Sarkar) ও ইধিকা পাল (Idhika Paul)। এছাড়াও এই ছবিতে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। সরস্বতী পুজোর দিন হয়ে গেল এই ছবির মহরত।
5/10
সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রস্তুতির ছবি শেয়ার করে নিয়েছেন দেব (Dev)। ঘোড়ায় চড়া শিখছেন তিনি।
6/10
খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই ছবির। তার আগে ছবির প্রস্তুতি সেরে নিচ্ছেন দেব। এই পিরিয়ড ড্রামার জন্য ঘোড়ায় চড়া শিখতে হচ্ছে অভিনেতাকে।
7/10
শুধু ঘোড়া চালানো শেখা নয়, এই ছবির জন্য দেবকে অস্ত্রচালনাও শিখতে হবে। এই ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানে দেবের হাতে ছিল একটি খাঁড়া। মহরতের সময় ও দেবের হাতে এই খাঁড়া দেখা গিয়েছিল।
8/10
দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার।
9/10
পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন সোহিনী ও ইধিকা দুজনেই। সদ্য় মুক্তি পেয়েছে সোহিনীর অন্য একটি ছবির মুক্তি, 'অমরসঙ্গী'। সেই ছবির প্রচারের কাজ সেরেই রঘু ডাকাত-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সোহিনীও।
10/10
ধ্রুব বন্দ্যোপাধ্যায় বারে বারেই বলেছিলেন তিনি পিরিয়ড ড্রামা নিয়ে কাজ করতে ভালবাসেন। সেই সঙ্গে তিনি ছোটদের মাথায় রেখেই কাজ করতে চান। ধ্রুবর বাকি ছবিগুলি যেমন 'গোলন্দাজ', বা 'দুর্গেশগড়ের গুপ্তধন' প্রত্যেকটা ছবিই তৈরি করেছিলেন ধ্রুব ছোটদের কথা মাথায় রেখে।
Published at : 05 Feb 2025 01:55 PM (IST)