Happy Birthday Dev: 'চ্যালেঞ্জ' থেকে 'পাগলু', জন্মদিনে ফিরে দেখা দেবের জনপ্রিয় কিছু সিনেমা
'আই লভ ইউ' - ২০০৭ সালে মুক্তি পায় এই ছবি। দেবের সঙ্গে অভিনয় করেন পায়েল সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'প্রেমের কাহিনি' - দেব কোয়েল জুটির প্রথম ছবি। ২০০৮ সালে মুক্তি পায়। অভিনয় করেছিলেন রঞ্জিৎ মল্লিকও।
'মন মানে না' - ২০০৮ সালে মুক্তি পায় 'মন মানে না'। কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয়। সুজিত গুহ পরিচালিত এই ছবি।
'চ্যালেঞ্জ' - ২০০৯ সালে মুক্তি পায় দেব -শুভশ্রী অভিনীত 'চ্যালেঞ্জ'। অ্যাকশন রোম্যান্টিক ঘরানার এই সিনেমা প্রবল সাফল্য লাভ করে।
'পরাণ যায় জ্বলিয়া রে' - ২০০৯ সালে মুক্তি পায় দেব শুভশ্রীর আরও একটি ছবি। রবি কিনাগির এই ছবিও বেশ জনপ্রিয়তা লাভ করে।
'বলো না তুমি আমার' - ২০১০ সালে মুক্তি পায় কোয়েলের বিপরীতে এই ছবি। ভুয়ো বিয়ে নিয়ে তৈরি এই ছবি।
'লে ছক্কা' - ২০১০ সালে মুক্তি পায় পায়েল সরকারের সঙ্গে 'লে ছক্কা'। বাঙাল ও ঘটির মজার লড়াই, ক্রিকেট ম্যাচ, প্রেম, ভালবাসা, রাজনীতির মিশেলে তৈরি ছবি।
'দুই পৃথিবী' - জিৎ, কোয়েল, বরখার সঙ্গে দেবের অভিনয়। রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে না থাকলেও নজর কাড়েন দেব।
'পাগলু' - ২০১১ সালে মুক্তি পায় কোয়েল মল্লিকের সঙ্গে 'পাগলু'। রমকম ঘরানার ছবির একটি দ্বিতীয় ভাগও মুক্তি পায়।
'রোমিও' - ২০১১ সালে মুক্তি পায় 'রোমিও'। দেব শুভশ্রী জুটির আরও একটি ছবি। ফের দর্শকের মন জয় করেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -