Dev-Raghu Dakat: 'রঘু ডাকাত'-এর প্রচারের মধ্যেই অন্য রূপে দেব! ঘিস নদীতে নেমে শিখলেন মাছ ধরা

Raghu Dakat: সোশ্যাল মিডিয়ায় দেব এই সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন, খোকা এল মাছ ধরতে ঘিস নদীর তীরে। অনুরাগীরাও দেবের এই ছবি দেখে অবাক, আনন্দিত ও।

'রঘু ডাকাত'-এর প্রচারের মধ্যেই অন্য রূপে দেব! ঘিস নদীতে নেমে শিখলেন মাছ ধরা

1/10
প্রচার করতে গোটা বাংলায় ঘুরছেন তিনি। কিন্তু হঠাৎই ঘিস নদীর তীরে, অন্য রূপে ধরা দিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)।
2/10
জিনসের প্যান্ট গুটিয়ে মাছ ধরতে নদীতে নেমে পড়লেন দেব। তবে একা দেব নন, জলে নামলেন সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি-ও।
3/10
সোশ্যাল মিডিয়ায় দেব এই সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন, 'খোকা এল মাছ ধরতে ঘিস নদীর তীরে'। অনুরাগীরাও দেবের এই ছবি দেখে অবাক, আনন্দিত ও।
4/10
টিম 'রঘু ডাকাত' -এর বাংলা সফর। পুজোয় মুক্তি পাচ্ছে SVF ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনার ছবি 'রঘু ডাকাত'। সেই ছবির প্রচারেই এবার অভিনব পন্থা নিয়েছেন প্রযোজনা সংস্থারা।
5/10
এবার বাংলার কোনায় কোনায় পৌঁছে যাবেন 'রঘু ডাকাত' ছবির কলাকুশলীরা। দর্শকদের সামনেই মুক্তি পাবে ছবির গান বা সিনেমার নতুন ঝলক। সেই সঙ্গে থাকবে রুপোলি পর্দার নায়ক নায়িকাদের একেবারে সামনে থেকে দেখে নেওয়া সুযোগ।
6/10
'রঘু ডাকাত'-এর প্রচার শুরু হল মালদা দিয়ে। শনিবার সেখানে পৌঁছে গিয়েছিলেন দেব, অনির্বাণ ভট্টাচার্য্য, ইধিকা পাল, সোহিনী সরকার, ওম সাহানি ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
7/10
এরপরে, রায়গঞ্জ, বালুরঘাট ও শিলিগুড়িতেও পৌঁছে গিয়েছে টিম 'রঘু ডাকাত'। দর্শকদের তাঁদের ঘিরে উচ্ছ্বাস ও চরমে।
8/10
সামনেই মুক্তি পাবে এই ছবির ট্রেলার। এই সিনেমার ট্রেলার মুক্তির জন্য বিশেষ আয়োজন করেছে এসভিএফ (SVF) ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)। এই ছবির যুগ্ম প্রযোজকেরা।
9/10
দেব জানাচ্ছেন, সিনেমা কেবলমাত্র নায়ক, নায়িকা আর পরিচালকদের মিলেই হয় না। একটি ছবি তৈরির পিছনে থাকে বহু মানুষের শ্রম। কেবলমাত্র আর্ট ডিরেক্টর বা পোশাকশিল্পীরাই নন, তাঁদের প্রত্যেকের এক একটা টিম থাকে। কিন্তু সেই টিমের নাম জানেন না অনেকেই। দেব জানাচ্ছেন, 'রঘু ডাকাত'-এর শ্যুটিং করার সময় একবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় গোটা টিম। গোটা সেট ভেঙে পড়ে। কিন্তু সমস্ত টেকনিশিয়ানরা পরিশ্রম করে সেটটাকে আবার আগের মতো করেই তৈরি করে ফেলেন। দেবের মতে, এইরকম টিম না থাকলে, একটা সিনেমা সুন্দরভাবে তৈরি হওয়া সম্ভব হত না।
10/10
সেই কারণেই, 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চের টিকিট বিক্রির যে টাকা উঠবে, সেই টাকা দেওয়া হবে টেকনিশিয়ানদের ফান্ডে। এই সিদ্ধান্ত এসভিএফ (SVF) ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures) উভয়েরই। সেই কারণেই অনুরাগীদের টিকিট কেটে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখতে আসার অনুরোধ জানাচ্ছেন দেব। এই সমস্ত টাকাই টেকনিশিয়ানদের ফান্ডে দিয়ে দেবেন দেব ও মহেন্দ্র সোনি। এতে যদি কোনও টেকনিশিয়ানদের হঠাৎ করে কোনও বিপদ হয়, টাকার দরকার হয়, তাহলে সেই টাকা ব্যবহার করতে পারবেন টেকনিশিয়ানরা।
Sponsored Links by Taboola