Dev on Khadan: 'টেক্কা'-র শ্যুটিং শেষ করেই 'খাদান'-এর প্রস্তুতি শুরু দেবের, সরস্বতী পুজোর দিনই মহরত
'টেক্কা'-র শ্যুটিং শেষ করে সরস্বতী পুজোর দিনই নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিলেন দেব। হয়ে গেল 'খাদান'-এর মহরত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় ছবির নায়িকাদের সঙ্গে মহরতের ছবি শেয়ার করে নিলেন দেব। চলতি মাসেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। অনুরাগীদের মধ্যে এই ছবি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে।
দেব-ইধিকা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন যীশু সেনগুপ্ত।
এদিন সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর ছবি শেয়ার করে নিয়েছেন দেব। আর সেখানেই দেখা গেল, প্রতিমার হাতে রয়েছে দেবের আগামী দুটি ছবির পোস্টার। 'টেক্কা' ও 'খাদান'।
সদ্য শেষ হয়েছে 'টেক্কা'-র শ্যুটিং। দীর্ঘদিন পরে সৃজিতের সঙ্গে কাজ করছেন দেব। বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র।
'টেক্কা'-র লুকও প্রকাশ্যে এসেছে সদ্যই সেখানে দেব-রুক্মিণী দুজনের লুকেই বেশ চমক রয়েছে। ছবির গল্পও বেশ আকর্ষণীয়।
এর আগে, দেব শেয়ার করে নিয়েছিলেন ছবির জন্য রেকি করার কিছু ছবি। 'খাদান' ছবির শ্যুটিংয়ের জন্য খনি এলাকাতে গিয়েছিলেন দেব।
শোনা যাচ্ছে, বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কেও। এই ছবিতে, দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা বিশত (Barkha Bisht)।
সদ্যই পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব। খনি এলাকায় ঘুরে ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেবের এই সফর ঘিরে কোলিয়ারীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -