Khadaan Movie: অন্য ভাষার ছবির জন্য হল পাচ্ছে না 'খাদান', বন্ধ অগ্রিম বুকিং ও! বিস্ফোরক দেব
ক্রিসমাসে মুক্তি পাচ্ছে দেব (Dev) ও যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) অভিনীত 'খাদান'। আর এই ছবির মুক্তিতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তবে এর মধ্যেই উপস্থিত নতুন সমস্যা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলার পাশাপাশি, অন্যান্য ভাষাতেও মুক্তি পাওয়ার কথা ছিল 'খাদান'। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় দেব জানান, অন্যান্য ভাষায় মুক্তির ক্ষেত্রে সমস্যায় পড়ছে 'খাদান'।
সোশ্যাল মিডিয়ায় দেব একটি পোস্ট করে লিখেছেন, 'এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি'
দেব আরও লিখেছেন, 'দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্যও'
দেব লিখছেন, 'কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির জন্য 'খাদান' পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না।'
দেব আরও লিখেছেন, 'দয়া করে অপেক্ষা করুন। আমি চেষ্টা করে যাচ্ছি। কথা দিচ্ছি চেষ্টা থামাব না। একটু ধৈর্য্য ধরুন'
অন্য ভাষার ছবির মধ্যে এখন সবচেয়ে দাপট দেখাচ্ছে যে ছবিটি, সেটি হল 'অল্লু অর্জুন'-এর 'পুষ্পা'। ছবিটি ইতিমধ্যেই হাজার কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। দলে দলে মানুষ ভিড় করে দেখতে আসছেন এই ছবি।
দেব কী তবে ইঙ্গিত করেছেন, 'পুষ্পা ২' কেই? দেব অবশ্য কেবল অন্য ভাষার ছবির কথা বলেছেন। তবে তিনি কোনও ছবির নাম উল্লেখ করেননি।
iএর আগেও একাধিকবার হল পাওয়া নিয়ে সরব হয়েছেন দেব। তিনি এবিপি লাইভকে এ কথাও বলেছিলেন যে এই বিষয়ে তিনি নিজে ফোন করে হল মালিকদের সঙ্গে কথা বলেন। 'খাদান'-এর ক্ষেত্রেও তিনি সেই চেষ্টাই করছেন বলে খবর
দীর্ঘদিন ধরেই 'খাদান'-এর প্রচার সেরেছেন দেব। তবে শেষ মূহূর্তে দেবের বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দুঃসংবাদে একটু হতাশ হয়েছেন অনুরাগীরা। তবে তাঁরা জানিয়েছেন তাঁরা অপেক্ষা করতে রাজি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -