Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব
মাঝে মাত্র কয়েক মাসের ব্যবধান। এই তো তাঁদের নির্বাচনের আগে একসঙ্গে প্রচার করতে দেখা গিয়েছিল। কাঞ্চন মল্লিকের প্রোফাইলে, এখনও পিন করে রাখা দেবের সঙ্গে তাঁর প্রচারের মুহূর্তের ভিডিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু আরজি কর কাণ্ডের আবহে, কাঞ্চন মল্লিকের বক্তব্য বদলে দিল সব সমীকরণ। সাংবাদিকদের সামনে দেব বললেন, 'এই কাঞ্চন মল্লিকে আমি চিনি না' ঠিক কী ঘটেছিল? কী বলেছিলেন কাঞ্চন?
আরজি কর কাণ্ডের আবহে যখন দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে একের পর এক ক্লাব, তখন কাঞ্চন মল্লিক প্রশ্ন তুলেছিলেন সরকারি পুরস্কার ও সরকারের থেকে বেতন নেওয়া নিয়ে। প্রশ্ন তুলেছিলেন, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা এই বেতন নেবেন কি না? এই কথাতেই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে।
কাঞ্চনের কথার প্রতিবাদ করে পুরস্কার ফিরিয়ে দেন একের পর এক নাট্যকর্মী। টলিউডেও তাঁর কথার তীব্র নিন্দা হয়। কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব বা একসঙ্গে কাজ আর করবেন না বলেও অনেকে জানান।
আর আজ, এই কথার সরাসরি প্রতিবাদ করেন দেব। তিনি বলেন, 'কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাঁকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম।'
দেব যে ঘটনার কথা বলেছেন, সেই ঘটনা নির্বাচনের সময়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন এই অভিযোগ করে যে তাঁকে দেখলে নাকি মহিলারা 'রিয়্যাক্ট' করছেন। কাঞ্চনকে তিনি তাঁর সঙ্গে প্রচারে যেতে বারণ করেছিলেন। এই ঘটনারই প্রতিবাদ স্বরূপ কাঞ্চনকে নিজের সঙ্গে, নিজের এলাকায় প্রচারে নিয়ে গিয়েছিলেন দেব।
দেব আজ আরও বলেছেন, 'কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। '
দেব বলেছেন, 'যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাঁকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমিই তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। '
দেব বলেছেন, 'আমার মনে হয়, আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক। '
দেব বলেছেন, ' আজকে কন্যাশ্রী, রূপশ্রী বা 'বেটি বাঁচাও বেটি পড়াও' অর্থহীন হয়ে যাবে যদি এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে। এখনই কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত আর ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত। ধর্ষকেরা আতঙ্কবাদীদের থেকেও ভয়ঙ্কর।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -