Dev Rukmini: মেট্রো সফরে দেব-রুক্মিণী, গীটার বাজিয়ে 'কিশমিশ'-এর গান, ছবির প্রচারে রইল অভিনবত্ব
আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কিশমিশ' (Kishmish)। ছবির প্রচারে বিশেষ জোর দিতে দেখা যাচ্ছে টলিউড অভিনেতা দেব (Dev) এবং রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার সকালে যখন বেশিরভাগ মানুষ ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন, তখন মেট্রোয় ছবির প্রচার সারলেন 'কিশমিশ' ছবির সদস্যরা। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত দেব-রুক্মিণীর সঙ্গে ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা।
দেব-রুক্মিণী ছাড়াও ছিলেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee), অঞ্জনা বসু এবং ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়।
দেব এবং রুক্মিণী মৈত্রর পোশাকে ছিল রংমিলন্তি। দুজনকেই মাল্টি কালারের পোশাকে দেখা যায়। মেট্রো সফরে দেব-রুক্মিণীর সঙ্গী ছিলেন ছবির অন্যান্যরা। ছবি মুক্তির আগে প্রচারে ব্যাপক জোর দিচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, গতকাল মুক্তি পায় 'কিশমিশ' ছবির আরও একটি গান 'অবশেষে ভালোবেসে চলে যাব'। শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব।
সাদা রুপোলি পোশাকে ঝলমল করছিলেন রুক্মিণী। গানের শুরু থেকে শেষ, দেবের চোখ যেন সরছিলোই না রুক্মিণীর দিক থেকে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরের দায়িত্ব হামেশাই তিনি দিচ্ছিলেন রুক্মীণিকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবের স্বভাবচিত মজা খুনসুটিতে তখন আসর জমজমাট। রিল লাইফের প্রশ্ন থেকে ঘুরে ফিরে হামেশাই প্রশ্ন ঢুকে পড়ছিল দেব-রুক্মিণীর রিয়েল লাইফ প্রেমে।
সেখানেই প্রশ্ন ওঠে দেবের বিয়ে নিয়ে। সেখানেই দেব ফাঁস করেন, বাড়ি থেকে নাকি রোজই বিয়ের কথা বলে হচ্ছে দেবকে। তারপরেই হাসির মোড়কে সেই বিস্ফোরক উত্তর, ঠিক আছে, ২৯ এপ্রিল বিয়ে করছি। লজ্জায় লাল রুক্মিণী। মুহূর্তের মধ্যে ঘরের সবাই ফেটে পড়ে হাততালিতে।
সদ্য মুক্তি পাওয়া 'অবশেষে ভালোবেসে চলে যাব' গানে আশির দশকের প্রেমের ছবি তুলে ধরেছেন পরিচালক রাহুল। এবিপি লাইভকে রুক্মীণি বললেন, 'আমার কিশমিশকে হ্যাঁ বলার অন্যতম কারণ এই গানটা। আমার জীবনে শ্যুটিং করা সেরা গান এটি।'
নায়িকা জানালেন, আশির দশকের নায়িকা হয়ে উঠতে, সেই মতো হাবভাব করতে তিনি নাকি সাহায্য নিয়েছিলেন তাঁর মায়ের। এমনকি দুটো বিনুনি করা থেকে শুরু করে গোড়া আলগা করে একটা বিনুনি, উঁচু করে টিপ, কাঁধের ঝোলা ব্যাগ আর সালোয়ার কামিজ.. রিল থেকে রিয়েল.. রুক্মিণীর দিক থেকে সত্যিই চোখ ফেরানো কঠিন দেবের পক্ষে। একবার খুনসুটি করে স্বীকার করে ফেললেন, রুক্মিণী বিপরীতে থাকলে নাকি কোনও নায়ককেই প্রেমের অভিনয় করতে হয় না, এমনই প্রেমে পড়া যায়।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -