Dev Rukmini: মলদ্বীপের নীল সমুদ্রের তীরে দেব, সঙ্গী রুক্মিণী
তাঁরা দুজনেই টলিউডের প্রথম সারির তারকা। শুধু তাই নয়, নায়কের মাথায় রয়েছে রাজনৈতিক গুরুদায়িত্বও। তবে একটুকরো ছুটি পেলেই তাঁরা বেরিয়ে পরেন ছুটি কাটাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব ডেস্টিনেশনের মধ্যে তাঁদের একটু বেশিই প্রিয় মলদ্বীপ। আপাতত শহর ছেড়ে দেব (Dev) আর তাঁর 'দেবী' রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ঠিকানা মলদ্বীপ।
সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপের নীল সমুদ্রতীর থেকে নিজের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কখনও তিনি দাঁড়িয়ে রয়েছেন নীল সমুদ্রের সামনে। কখনও আবার ছিপ হাতে মাছ ধরছেন।
সমুদ্রের তীরে বসে আলসে ছবি ভাগ করে নিয়েছেন রুক্মিণীও। তবে এক ফ্রেমে ধরা দিলেন না তাঁরা।
গত মাসের শেষের দিকেই শেষ হয়েছে 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব। কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হল।
বিশালাকার কেক তৈরি হয়েছিল 'কাছের মানুষ' ছবির পোস্টারের আদলেই। সেটের বাকিদের সঙ্গে বুম্বা দা ও দেব কেক কেটে, একে অন্যকে কেক খাইয়ে, পালন করলেন দিনটি। পোস্ট করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, 'এবং এবার র্যাপ হল।'
২০২১ সালের মহালয়ায় মুক্তি পেয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'কাছের মানুষ'-এর প্রথম মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদের নাম। ছবিতে অভিনয় করেছেন ইশা সাহাও। 'কাছের মানুষ' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)।
আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব আর রুক্মিণী। এটি এই জুটির ষষ্ঠ ছবি।
চিত্রনাট্য মেনে চারটি বিশেষ লুকে দেখা যাবে অভিনেতা দেবকে। শুধু মাত্র এই ছবিতে অভিনয়ের জন্য ৪০ কেজি ওজন ঝরিয়েছেন দেব।
এক প্রস্থ প্রচার সেরে বেরিয়েছেন তিনি। ছুটি থেকে ফিরেই ফের প্রচারে নামবেন তাঁরা। সেই সঙ্গে দেবের হাতে রয়েছে আরও দুটো ছবির কাজ, অভিজিৎ সেনের ‘প্রজাপতি’, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’। সূত্রের খবর, দুটো ছবিরই শ্যুট হবে চলতি বছরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -