Dev: ক্রিসমাস আর জন্মদিনের মধ্যেই ছবি মুক্তির ব্যস্ততা, কীভাবে সবটা সামলাচ্ছেন দেব?

Pradhan Release: শহর জুড়ে ক্রিসমাসের আমেজ, আলোর মালায় সেজেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক। আর সেই উৎসবের ছোঁয়া দেবের বাড়িতেও।

জন্মদিন আর ক্রিসমাসের আগে কড়া ডায়েটে দেব, কারণ কী?

1/10
শহর জুড়ে ক্রিসমাসের আমেজ, আলোর মালায় সেজেছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক। আর সেই উৎসবের ছোঁয়া দেবের বাড়িতেও। বিশাল ক্রিসমাস ট্রিতে নিজের ঘর সাজিয়েছেন অভিনেতা সাংসদ দেব।
2/10
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন দেব। ক্রিসমাস ট্রির সঙ্গে রয়েছে দেবের পোষ্যের ছবি। নিজের প্রিয় পোষ্যর সঙ্গে সময় কাটাতে ব্যস্ত দেব।
3/10
আগামীকাল মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'প্রধান'। ছবি মুক্তির পাশাপাশি, ক্রিসমাসে আর কী কী পরিকল্পনা রয়েছে দেবের?
4/10
প্রসঙ্গত, ছবি মুক্তির মাত্র ২ দিন পরেই দেবের জন্মদিন। প্রায় প্রত্যেক বছরই জন্মদিনে দর্শকদের নতুন ছবি উপহার দেন দেব।
5/10
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, ডিসেম্বরের শেষে নতুন ছবি মুক্তির পরেই শুরু হয়ে যাবে তাঁর নতুন ছবির প্রস্তুতি। ফলে জন্মদিন ও ক্রিসমাস কাটবে ব্যস্ততাতেই।
6/10
জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির শ্যুটিং। আর সেই চরিত্রকে ফুটিয়ে তুলতেই আপাতত কড়া ডায়েটে রয়েছেন দেব। তাঁকে প্রায় ৭-৮ কেজি ওজন ঝরাতে হবে।
7/10
দেব বলছেন, 'সামনেই ক্রিসমাস আর জন্মদিন। ফলে সেই সময়ে খাওয়া-দাওয়ায় একটু অনিয়ম হবে। তাই এখন কড়া ডায়েটে রয়েছি।'
8/10
জন্মদিনে ছবি নিয়ে ব্যস্ততা ছাড়া বিশেষ কোনও পরিকল্পনা নেই দেবের। তিনি বলছেন, 'শেষ কবে চাপমুক্ত জন্মদিন কাটিয়েছি মনে পড়ে না। তবে এই চাপটা নিতে আমি ভালবাসি। ছবি মুক্তি মানেই দর্শক আমার ছবি দেখতে চাইছেন। মানে আমি বেঁচে আছি।'
9/10
দেব আরও বলছেন, 'স্কুল-কলেজে পড়তে জন্মদিনে বিশেষ পরিকল্পনা থাকত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর এই বিশেষ দিনটা নিয়ে তেমন পরিকল্পনা থাকে না। তবে আমি জন্মদিনে ছবি রিলিজের চাপটা নিতে চাই।'
10/10
দেব বলছেন, 'যতই অন্যান্য কথা বলি, ছবি মুক্তির একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে। হল পাওয়া, দর্শকদের হলে নিয়ে আসা সেই নিয়ে চিন্তা থাকে। তবে প্রধান নিয়ে আমি আশাবাদী।'
Sponsored Links by Taboola