Didi No One: বসন্ত আর প্রেমের রঙে সাজল 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চ, সামিল শ্রুতি, মধুবনী, সোনালীরা
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দোলের সাজ, রঙের খেলা। লেখার পাশাপাশি মঞ্চে প্রেমে, গানে মেতে উঠলেন টেলিভিশনের রিয়েল লাইফ জুটিরা। 'দিদি' রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে পালিত হল রঙের উৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোলের উৎসবে মেতেছে বিভিন্ন ধারাবাহিকের গল্পের জুটিরা। রঙের উৎসবে মেতেছে 'মিঠাই'-এর মনোহরা পরিবার থেকে শুরু করে 'পিলু'-র সুরমণ্ডল।
রঙের ছোঁয়া লেগেছে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চেও। হাজির হয়েছে স্বর্ণেন্দু সমাদ্দার, শ্রুতি দাস, সোনালী চৌধুরী, রজত ঘোষ দস্তিদার।
হাজির ছিলেন, রাজা গোস্বামী, মধুবনী গোস্বামী, প্রিয়ঙ্কা ভাদুড়ি, শৈবাল ভাদুড়ি, মৌসুমী ভট্টাচার্য্য, দ্বীপাঞ্জন ভট্টাচার্য্য, রিমি কয়াল, অরিত্র গঙ্গোপাধ্যায়, জয়ন্তী বটব্যাল, সত্যজিৎ গোস্বামী, নবনীতা, জিতু, সুস্মিতা সাহা মুখোপাধ্যায় ও সৌরভ সাহা।
খেলাও হয় রঙ নিয়ে। সাদা পোশাক থেকে শুরু করে রঙ বেলুন, আবির, সবই সামিল থাকে খেলায়।
খেলার উপকরণ থেকে শুরু করে সেট, সবই মাখামাখি বসন্তের রঙে। প্রতিযোগীদের পরানো হয় সাদা পোশাক। তাদের ওপর ছোড়া হয় জল রঙ ভরা বেলুন।
প্রায় ১০০০ এপিসোড শেষ করেছে 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)। টেলিভিশনে সবচেয়ে বেশিদিন ধরে চলা গেম শো-এটাই।
মুখে আবির, দোলের সাজে 'দিদি নম্বর ওয়ান' এর মঞ্চে হাজির শ্রুতি আর স্বর্ণেন্দু। সমস্ত বিতর্ক সরিয়ে তারা যেন চিরউজ্জ্বল
সঞ্চালিকা রচনা জানাচ্ছেন, ৮টি সিজন শেষ করার পর ৯ নম্বর সিজন নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এই সিজনে বদলাবে খেলার বিভিন্ন নিয়ম। নতুন মোড়কে সাজানো হবে 'দিদি নম্বর ওয়ান'-কে। সাদা শাড়িতে প্রথম দিনের শ্যুটিং সেরেছেন রচনা।
বিতর্ক উড়িয়ে একসঙ্গে নবনীতা আর জিতু। রঙের উৎসবে মাতলেন তাঁরাও। হাতে হাত মিলিয়ে খেললেন সব খেলাও।
সম্প্রতি বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করছিলেন সুদীপা ও সৌরভ দাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -