Taarak Mehta Ka Oolta Chashma: জেঠালালের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন পাঁচ অভিনেতা, ভাগ্য বদলে যায় দিলীপ জোশির
সাফল্যের পিছনে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন পড়ে বলে অনেকেই মনে করেন। প্রায়ই এমন হয় যে, যেটাকে আমরা সাধারণ ভেবে ছেড়ে দিচ্ছি, তা অনেক সাফল্য অর্জন করল। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনা প্রায়ই দেখা যায়। এমন অনেক ক্ষেত্রে হয়েছে যে, কোনও প্রতিষ্ঠিত অভিনেতা কোনও চরিত্রকে সাধারণ ভেবে ছেড়ে দিয়েছেন, কিন্তু পরে তা সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনটাই হয়েছে তারক মেহতা কা উল্টা চশমা-র কাস্টিংয়ের ক্ষেত্রেও। এই সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করা দিলীপ জোশি কার্যত স্টারে পরিণত হয়েছেন। দিলীপ মনে করেন যে, তাঁর সাফল্যের পিছনে এই চরিত্রের ভূমিকা রয়েছে। আর এজন্য তিনি নিজেকে ভাগ্যবানও মনে করেন। প্রসঙ্গত, এই চরিত্রের জন্য দিলীপ জোশিকে বেছে নেওয়ার আগে অনেক বড় বড় অভিনেতাকে জেঠালালের চরিত্র করার জন্য অফার দেওয়া হয়েছিল। কিন্তু, তাঁরা এই প্রস্তাব খারিজ করে দেন।
খবর অনুযায়ী, এই চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে কিকু শারদা, রাজপাল যাদব, যোগেশ ত্রিপাঠী, এহসান কুরেশি ও আলি আসগরের মতো বড় বড় অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, এঁরা সকলেই জেঠালালের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। এরপর দিলীপ জোশি যেভাবে এই চরিত্রে অভিনয় করেছেন, তাতে নিশ্চিতভাবে এই রোল ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট অভিনেতাদের আফসোস হয়েছে।
সম্প্রতি দিলীপ জোশির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব চর্চার বিষয় হয়ে উঠেছিল। যেখানে দিলীপ নিজের কেরিয়ার নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তারক মেহতা কা উল্টা চশমা-য় জেঠালালের ভূমিকায় অভিনয় করার আগে এক বছর কোনও রোজগার ছিল না তাঁর।
এছাড়া এই সিরিয়ালে অভিনয় করার আগে যে সিরিয়ালে তিনি অভিনয় করছিলেন তা অফ এয়ার হয়ে যায়। তিনি বলেন, খুব কঠিন সময় চলছিল। নিজের ফিল্ডও পাল্টে নেওয়ার কথা ভাবতে শুরু করেছিলাম। কিন্তু, ঈশ্বরের ইচ্ছায় আমাকে জেঠালালের চরিত্র অফার করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -