Dilip Kumar Last Rites: দিলীপ কুমারের নিথর দেহ নিয়ে হাসপাতাল ছাড়লেন সায়রা বানু, শেষকৃত্য আজ বিকেলে
এই ছবি অনেকের হৃদয় ভেঙে দিতে বাধ্য। এর আগে বহুবার সায়রা বানুকে দেখা গিয়েছে জীবিত দিলীপ কুমারকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বের হতে। কিন্তু, এবার, স্বামীর নিথর দেহ নিয়ে হাসপাতাল ছাড়লেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিবারের অন্যান্য় সদস্য ও শুভান্যুধায়ীদের সঙ্গে দিলীপ কুমারের নশ্বর দেহ নিয়ে হিন্দুজা হাসপাতাল ছাড়লেন সায়রা বানু।
অ্যাম্বুল্যান্স করে দিলীপ কুমারের দেহ নিয়ে যাওয়া হয়। আজ বিকেল ৫টা নাগাদ মুম্বইয়ে দিলীপ কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে।
মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে আজ সকাল সাড়ে ৭টায় মৃত্যু হয় দিলীপ কুমারের। বয়স হয়েছিল ৯৮ বছর।
বয়সজনিত অসুস্থতার কারণে গত এক বছর ধরে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। শ্বাসকষ্টের কারণে শেষবার ভর্তি হয়েছিলেন গত বুধবার।
প্রায় সারাটা সময় তাঁর বেডের পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু। আজ দিলীপ সায়রার দীর্ঘ দাম্পত্যেও ছেদ পড়ল।
দিলীপ কুমারের আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান। সিনেমায় আসার পর নাম নেন দিলীপ কুমার। মুঘল ই আজম, দেবদাস, রাম আউর শ্যাম, মধুমতী, গঙ্গা যমুনার মতো কালজয়ী কিছু ছবিতে ছড়িয়ে রয়েছে তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর।
ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে দিলীপ কুমারের। ২০০০ সালে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। পেয়েছেন দাদা সাহেব ফালকে, পদ্ম বিভূষণ সম্মান।
বলিউডে দিলীপ কুমারকে বলা হত ট্র্যাজেডি কিং। অভিনয়ে ফুটিয়ে তুলতে পারতেন আবেগের নানা স্তর। দুঃখ শোকের নানা পরত। সেই অভিনেতার মৃত্যুতে আজ শোকের ছায়া বলিউডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -