Diljit Dosanjh Birthday: লক্ষ লক্ষ অনুরাগী, অজস্র পুরস্কার, দিলজিতের ব্যক্তিগত জীবন তবু আড়ালেই
হাতেখড়ি হয়েছিল গান দিয়ে। এখন অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত।‘মিষ্টি ছেলে’ দিলজিত দোসাঞ্ঝ ফ্যাশন আইকনও বটে। জন্মদিনে ভাল করে চিনে নিন তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা-বাবা নাম রেখেছিলেন দলজিৎ। ২০০৪ সালে নিজের প্রথম অ্যালবাম ‘ইশক দা উড়া অদা’ অ্যালবাম দিয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ। তার পর নিজের নাম পাল্টে দিলজিৎ করে নেন।
২০১৩ সালে নিজের জন্মদিনে ‘সাঁঝ ফাউন্ডেশন’ নামে নিজের স্বেচ্ছাসেবী সংগঠন খোলেন দিলজিৎ। অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের জন্য কাজ করে তাঁর সংস্থা।
ছোট্ট থেকেই গাইতেন দিলজিৎ। কিশোর বয়সে গুরুদ্বার এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন তিনি।
দিলজিৎ-এর গাওয়া ‘প্রপার পটোলা’ তুমুল জনপ্রিয়তা পায়। আন্তর্জাতিক সঙ্গীত নেটওয়র্ক ‘ভিভো’-তে জায়গা পাোয়া প্রথম পাঞ্জাবী গান ‘প্রপার পটোলা’।
গানের জন্য ৭টি ব্রিট এশিয়া মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন দিলজিৎ। ‘প্রপার পটোলা’, ‘পাটিয়ালা পেগ’, ‘খারকু’, ‘ব্যাক টু বেসিক’-এর মতো গান বিপুল জনপ্রিয়তা দিয়েছে তাঁকে।
মহিলা মহলে জনপ্রিয় হলেও, দিলজিৎ বিবাহিত বলে শোনা যায়। স্ত্রী সন্দীপ কউরের সঙ্গে তাঁর এক ছেলেও রয়েছে বলে গুঞ্জন। দিলজিৎ যদিও ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনতে নারাজ।
দিলজিতের কথায়, নিজে জনপ্রিয় হলেও, তার আঁচ পরিবারের উপর পড়তে দিতে চান না তিনি। প্রচারের আলো থেকে তাই পরিবারকে সরিয়ে রাখাই পছন্দ তাঁর।
গুরদাস মানের পর দিলজিৎই একমাত্র পাঞ্জাবী শিল্পী, লন্ডনের ওয়েম্বলি অ্যারিনায় যাঁর কনসার্টের টিকিট কম পড়ে গিয়েছিল।
শুধু তাই নয়, পাগড়িধারী প্রথম শিখ দিলজিৎ, যাঁর মোমের মূর্তি রয়েছে মাদাম তুসোঁ মিউজিয়ামে।
রোজগারের সঙ্গে সাযুজ্য রেখে দামি জামা-কাপড় পরার এবং কেনার শখ রয়েছে দিলজিতের। নিজের দু’টি জামা-কাপড়ের ব্র্যান্ডও রয়েছে তাঁর, ‘আরবান পেন্ডু’ এবং ‘ওয়্যারা্ড ৬’।
জুতো, বিশেষ করে স্নিকার্সের প্রতি দুর্বল দিলজিৎ। অ্যাডিডাস ইজি-র বুস্ট স্নিকার্স রয়েছে তাঁর, যার দাম ৫ লক্ষ ৮০ হাজার ৬৫০ টাকা।
তবে তারকা হলেও, মাটির প্রতি টান কমেনি দিলজিতের। কৃষক আন্দোলনের সময় সামনে থেকে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তা নিয়ে কঙ্গনা রানাউতের সঙ্গে ঝামেলাও হয় তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -