Diljit Dosanjh Birthday: লক্ষ লক্ষ অনুরাগী, অজস্র পুরস্কার, দিলজিতের ব্যক্তিগত জীবন তবু আড়ালেই
দিলজিৎ দোসাঞ্ঝ।
1/13
হাতেখড়ি হয়েছিল গান দিয়ে। এখন অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত।‘মিষ্টি ছেলে’ দিলজিত দোসাঞ্ঝ ফ্যাশন আইকনও বটে। জন্মদিনে ভাল করে চিনে নিন তাঁকে।
2/13
মা-বাবা নাম রেখেছিলেন দলজিৎ। ২০০৪ সালে নিজের প্রথম অ্যালবাম ‘ইশক দা উড়া অদা’ অ্যালবাম দিয়ে বিনোদন জগতে আত্মপ্রকাশ। তার পর নিজের নাম পাল্টে দিলজিৎ করে নেন।
3/13
২০১৩ সালে নিজের জন্মদিনে ‘সাঁঝ ফাউন্ডেশন’ নামে নিজের স্বেচ্ছাসেবী সংগঠন খোলেন দিলজিৎ। অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের জন্য কাজ করে তাঁর সংস্থা।
4/13
ছোট্ট থেকেই গাইতেন দিলজিৎ। কিশোর বয়সে গুরুদ্বার এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে শুরু করেন তিনি।
5/13
দিলজিৎ-এর গাওয়া ‘প্রপার পটোলা’ তুমুল জনপ্রিয়তা পায়। আন্তর্জাতিক সঙ্গীত নেটওয়র্ক ‘ভিভো’-তে জায়গা পাোয়া প্রথম পাঞ্জাবী গান ‘প্রপার পটোলা’।
6/13
গানের জন্য ৭টি ব্রিট এশিয়া মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন দিলজিৎ। ‘প্রপার পটোলা’, ‘পাটিয়ালা পেগ’, ‘খারকু’, ‘ব্যাক টু বেসিক’-এর মতো গান বিপুল জনপ্রিয়তা দিয়েছে তাঁকে।
7/13
মহিলা মহলে জনপ্রিয় হলেও, দিলজিৎ বিবাহিত বলে শোনা যায়। স্ত্রী সন্দীপ কউরের সঙ্গে তাঁর এক ছেলেও রয়েছে বলে গুঞ্জন। দিলজিৎ যদিও ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনতে নারাজ।
8/13
দিলজিতের কথায়, নিজে জনপ্রিয় হলেও, তার আঁচ পরিবারের উপর পড়তে দিতে চান না তিনি। প্রচারের আলো থেকে তাই পরিবারকে সরিয়ে রাখাই পছন্দ তাঁর।
9/13
গুরদাস মানের পর দিলজিৎই একমাত্র পাঞ্জাবী শিল্পী, লন্ডনের ওয়েম্বলি অ্যারিনায় যাঁর কনসার্টের টিকিট কম পড়ে গিয়েছিল।
10/13
শুধু তাই নয়, পাগড়িধারী প্রথম শিখ দিলজিৎ, যাঁর মোমের মূর্তি রয়েছে মাদাম তুসোঁ মিউজিয়ামে।
11/13
রোজগারের সঙ্গে সাযুজ্য রেখে দামি জামা-কাপড় পরার এবং কেনার শখ রয়েছে দিলজিতের। নিজের দু’টি জামা-কাপড়ের ব্র্যান্ডও রয়েছে তাঁর, ‘আরবান পেন্ডু’ এবং ‘ওয়্যারা্ড ৬’।
12/13
জুতো, বিশেষ করে স্নিকার্সের প্রতি দুর্বল দিলজিৎ। অ্যাডিডাস ইজি-র বুস্ট স্নিকার্স রয়েছে তাঁর, যার দাম ৫ লক্ষ ৮০ হাজার ৬৫০ টাকা।
13/13
তবে তারকা হলেও, মাটির প্রতি টান কমেনি দিলজিতের। কৃষক আন্দোলনের সময় সামনে থেকে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তা নিয়ে কঙ্গনা রানাউতের সঙ্গে ঝামেলাও হয় তাঁর।
Published at : 06 Jan 2022 07:04 PM (IST)