Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Dilkhush: টলিউডের নতুন জুটির রসায়ন, নবীন থেকে প্রবীণ, 'দিলখুশ' করতে হাজির অনুসূয়া, মধুমিতা, সোহমরা
বাওয়ালি রাজবাড়ি তারকাখচিত। রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)-র দ্বিতীয় ছবি 'দিলখুশ'-এর ট্রেলার প্রকাশ্যে এল খোলা আকাশের নীচে, রুফটফ ক্যাফেতে! ছবির সব কলাকুশলীরা উপস্থিত ছিলেন এদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস' (SVF) তাঁদের ২০২৩ সালের প্রথম ছবির মুক্তি নিয়ে একেবারে তৈরি। রাহুল মুখোপাধ্যায়ের প্রেমের গল্প নিয়ে তৈরি 'দিলখুশ' আসছে খুব শীঘ্রই।
এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহম মজুমদার (Soham Majumdar), মধুমিতা সরকার (Madhumita), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), অনসূয়া মজুমদার (Anasua Majumder), উজান চট্টোপাধ্যায় (Ujan Chatterjee), ঐশ্বর্য সেন (Aishwarya Sen) ও অন্যান্য কলাকুশলীরাও।
এই ছবি সম্পর্কে রাহুল বলছেন, 'দিলখুশ আমাদের রোজকার জীবনের গল্প। এই ছবির গল্প ৮ টি জীবন নিয়ে। যাঁদের পরিস্থিতি ভিন্ন, পরিবেশ ভিন্ন।'
রাহুল আরও বলছেন, 'কিন্তু কোথাও না কোথাও এসে এক সুতোয় গাঁথা হয়ে যায় এই চার জুটির গল্প। জীবনের একটি পর্যায়ে এসে তাঁরা নিজেদের জীবনের ভালবাসা খুঁজে পায়। '
রাহুল আরও বলছেন, 'কথায় বলে না, রূপকথা তৈরি হতে সময় লাগে। এই ছবিটার নামের মধ্যেই একটা মিষ্টত্ব রয়েছে। আশা করি ছবির গল্পটাও মানুষের মন ছুঁয়ে যাবে।'
এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন ঐশ্বর্য্য ও উজান। নতুন জুটিকে নিয়ে হাসিমুখে পরিচালক রাহুল
এই ছবিতে দেখা যাবে সোহম মজুমদারকে। ইতিমধ্যেই বলিউডে কাজ করে ফেলেছেন সোহম। এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। সোহমের চরিত্রের নাম ঋষি।
সোহম বলছেন, 'বলছেন, 'রাহুলদার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। আমরা একসঙ্গে অনেক কাজ পরিকল্পনা করেছিলাম কিন্তু কোনোটাই ঠিক হয়ে ওঠেনি। এরপর যখন রাহুলদা এই ছবির চরিত্রটা আমায় শোনাল, ভীষণ ভাল লেগেছিল। মনে হয়েছিল এই কাজটা করতেই হবে।'
এই ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করছেন মধুমিতা। তাঁর চরিত্রের নাম পুষ্পিতা। বলছেন, 'প্রত্যেকটা কাজের থেকেই আমরা কিছু না কিছু শিখি। এই গোটা পদ্ধতিটা আমার ভীষণ ভাল লাগে। আমি ছবির গল্প নিয়ে বেশি কিছু বলব না, কারণ আমি চাই দর্শকেরা সেটা বড়পর্দাতেই দেখুক।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -