Dipika Kakar: ছবির মতো সুন্দর নয় দাম্পত্য! দীপিকা কক্কর শোয়েব ইব্রাহিমের সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ?

Dipika Kakar-Shoaib Ibrahim: দীপিকা কক্কর শোয়েব ইব্রাহিমের সম্পর্কে সমস্যা?

Continues below advertisement

দীপিকা কক্কর শোয়েব ইব্রাহিমের সম্পর্কে সমস্যা?

Continues below advertisement
1/7
ছোটপর্দার পাওয়ার কাপল শোয়েব ইব্রাহিম আর দীপিকা কক্কর। বর্তমানে অসুস্থতার কারণে বারে বারে দীপিকা কক্করের নাম শিরোনামে উঠে আসলেও, তাঁর সঙ্গে তাঁর স্বামীর ভাল সম্পর্কের কথা জানেন সবাই।
2/7
অসুস্থতার কারণেই দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে দীপিকা কক্কর। ক্যানসারের সঙ্গে লড়াই চলছে তাঁর। কিন্তু তার পাশাপাশি, নিয়মিতভাবে ভ্লগ করেন তিনি।
3/7
নিজেদের ভ্লগে নিজেদের জীবনযাত্রার খুঁটিনাটি থেকে শুরু করে শরীর সংক্রান্ত যাবতীয় খবরই অনুরাগীদের জানান দীপিকা। ফলে অনুরাগীরাও অপেক্ষা করে তাঁর ভ্লগের জন্য।
4/7
সদ্যই একটি ভ্লগে দীপিকা কক্কর মুখ খুলেছেন যে, তাঁর আর শোয়েব ইব্রাহিমের সম্পর্ক যে একেবারে ছবির মতো সুন্দর এমনটা একেবারেই নয়। তাঁদের মধ্যেও হামেশাই ঝগড়া হয়।
5/7
দীপিকা জানিয়েছেন, শোয়েব ইব্রাহিমের নাকি ভীষণ মোবাইল ফোনের নেশা। দিনের অধিকাংশ সময়ই নাকি মোবাইল ফোনে কিছু না কিছু করতে থাকেন শোয়েব ইব্রাহিম
Continues below advertisement
6/7
গোটা বিষয়টা এতটাই বিরক্তিকর হয়ে ওঠে দীপিকার কাছে যে অভিনেত্রীর মনে হয়, শোয়েব ইব্রাহিমের স্ত্রী তিনি নন, বরং মোবাইল ফোনটাই। এই নিয়ে নাকি শোয়েব ইব্রাহিমের সঙ্গে ঝগড়াও হয় দীপিকার।
7/7
সমস্ত কথায় সম্মতি জানান, শোয়েব ইব্রাহিম ও। তিনি জানান, সত্যিই তাঁর মোবাইল ফোনের নেশা রয়েছে এবং সেটা নিয়ে দীপিকা ভীষণ বিরক্ত!
Sponsored Links by Taboola