Sreelekha Mitra: প্রথমবার আইটেম নম্বরের শ্যুটিং, সেটে কী করেছিলেন শ্রীলেখা? ফাঁস করলেন পরিচালক
তিনি চিরকালই হাঁটেন নিজের ছন্দে। কাজ করেন নিজের শর্তে। এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারেন যাবতীয় কটাক্ষ, বিরূপ মন্তব্যকে। শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি নতুন ছবি 'নেগেটিভ' (Negative)-এ একটি ছকভাঙা চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। বাপ্পার পরিচালনায়, এক বারবণিতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখাকে। তাঁর সেই লুকের ছবি প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)।
শ্রীলেখা নাচ শিখেছেন দীর্ঘদিন ধরে। কিন্তু কোনও অনুষ্ঠানের মঞ্চে, এমনকি পর্দায় তেমনভাবে নৃত্যশিল্পী হিসেবে দেখা যায়নি তাঁকে। এই ছবিতে একটি আইটেম ডান্স করতে দেখা যাবে তাঁকে। এই চরিত্র কত বড় চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে?
শ্রীলেখা বলছেন, 'বাপ্পার সঙ্গে আমার পরিচয় একটি ফিল্ম ফেস্টিভ্যালে। ও 'শহরের উপকথা' ছবিটি নিয়ে এসেছিল। ছবিটা তেমন প্রচার পায়নি বটে, কিন্তু আমার মনে হয়েছিল, ছবিটায় নিশ্চয়ই এমন কিছু রয়েছে যার জন্য ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে।'
শ্রীলেখা বলছেন, 'সেই সময়ে ও আমায় কাজের অফার দিয়েছিল। তবে বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। এই ছবিটায় একটি আইটেম সংয়ের জন্য যখন ও আমায় অফার করে, ভীষণ অবাক হয়েছিলাম আমি। গানটা শুনে আমার পছন্দ হয়ে যায়।'
শ্রীলেখা বলছেন, 'আমি যে সময়ে কমার্শিয়াল ছবি করতাম, তখন এই ধরণের নাচ হত। তখন এত বিদেশে গিয়ে শ্যুটিং হত না। পর্দায় নাচ করেছি কিন্তু কখনও কেউ নৃত্যশিল্পী হিসেবে আমায় ভাবেনইনি। '
শ্রীলেখা বলছেন, 'এই চরিত্রটা চ্যালেঞ্জের মতো লেগেছিল আমার কাছে। কারও কাছে নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য। আমার পরিচালক আর কোরিওগ্রাফার আমায় যথেষ্ট সাহায্য করেছেন। শ্যুটিং চলাকালীন একবারও মনিটর দেখিনি। বাকিটা দর্শক বলবেন।'
শ্রীলেখার এই চরিত্রে অভিনয় করা নিয়ে পরিচালক বাপ্পা বলছেন, 'প্রথমবার শ্রীলেখাদির সঙ্গে কাজ করলাম আমি, এটা বিশাল বড় প্রাপ্তি আমার। ছোট থেকে যাঁদের কাজ দেখে বড় হয়েছি, তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। '
বাপ্পা বলছেন, 'শ্রীলেখাদি প্রথমবার আইটেম গানে নাচ করল। তবে কেবল নাচ নয়, শ্রীলেখাদি এমন একটা চরিত্রে অভিনয় করছেন যেটা সিনেমার মোড় ঘুরিয়ে দেবে।'
বাপ্পা বলছেন, 'সবার সঙ্গে হাত মিলিয়ে কি এনার্জি দিয়ে উনি শ্যুটিংটা করে গেলেন। আবার ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছা আছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -