Divya Bharti birthday: ছবিতে ফিরে দেখা দিব্যা ভারতীর জীবনকাহিনি
দিব্যা ভারতী (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)
1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী দিব্যা ভারতীর। মাত্র ১৯ বছর বয়সেই এই দুনিয়া ছেড়ে চলে যান তিনি। বলিউডে তাঁর কেরিয়ারও খুবই স্বল্প দিনের। আজ প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সেরা কিছু ছবি ও তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
নয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে আগমন হয় দিব্যা ভারতীর। 'বিশ্বাত্মা' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবি থেকেই দর্শকের নজরে পড়ে যান। মিষ্টি মুখ আর অভিনয় দক্ষতা দিয়ে আজও দর্শকের মনে থেকে গিয়েছেন তিনি। 'বিশ্বাত্মা' ছবির জনপ্রিয় গান 'সাত সমুন্দর' এত বছর পর আজকের দিনেও অত্যন্ত জনপ্রিয়।
3/10
ছবির জগতের কোনও পরিবার থেকে আসেননি দিব্যা ভারতী। বরং, বলা ভালো তাঁর পরিবারের কারও সঙ্গেই বিনোদন জগতের কোনও যোগসূত্র নেই। দিব্যা ভারতীর বাবা ছিলেন একজন ইনস্যুরেন্স অফিসার। আর তাঁর মা গৃহবধূ।
4/10
মাত্র নবম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করেছেন দিব্যা ভারতী। ১৪ বছর বয়স থেকেই তিনি মডেলিং করা শুরু করেন। আর সেই সময়ই পড়াশোনায় ইতি টানেন।
5/10
শোনা যায়, পরিচালক কীর্তি কুমার দিব্যা ভারতীকে 'রাধা কা সঙ্গম' ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এই ছবিতে অভিনয়ের জন্য তাঁকে অভিনয় এবং নাচের নানা শিক্ষাও দেওয়া হয়। কিন্তু কোনও কারণবশত পরবর্তীকালে এই ছবিতে মুখ্য় চরিত্রে দিব্যা ভারতীর পরিবর্তে জুহি চাওলা অভিনয় করেন। দিব্যা ভারতীকে পরিবর্তন করে জুহি চাওলাকে ছবিতে নেওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে এক সাক্ষাৎকারে পরিচালক জানান, দিব্যা ভারতীর ব্যবহার খুবই শিশুসুলভ। আর এই ছবিটি খুবই সিরিয়াস।
6/10
'বব্বিলি রাজা' নামের ছবি দিয়ে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ হয় দিব্যা ভারতীর। ছবিটি সুপারহিট হয়। এবং দক্ষিণী ছবির জগতে দিব্যা ভারতী সুপারস্টার হয়ে ওঠেন। এই ছবির সাফল্যের পরই পরিচালক রাজীব রাই দিব্যা ভারতীকে সানি দেওলের বিপরীতে 'বিশ্বাত্মা' ছবিতে কাজের সুযোগ দেন। ১৯৯২ সালে মুক্তি পায় এই ছবি। আর এই ছবির জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য।
7/10
কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি হওয়ার কারণে খুব অল্প দিনেই বলিউড ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন দিব্যা ভারতী। তাঁর বিপরীতে অভিনয় করেই বলিউডে আত্মপ্রকাশ হয় শাহরুখ খানের। 'দিওয়ানা' ছবিতে শাহরুখ খানের সঙ্গে দিব্যা ভারতীর জুটি দর্শকের মন জিতে নেয়। এই ছবির জন্য শাহরুখ খান ও দিব্যা ভারতী দুজনেই পুরস্কার জেতেন। সেই সময় অভিনেত্রীর বয়স মাত্র ১৮ বছর।
8/10
অনুরাগী থেকে বিনোদনের জগতে চমক লাগে, যখন কেরিয়ারের মধ্যগগনে থাকা দিব্যা ভারতী এত অল্প বয়সেই ছবি নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন। ১৮ বছর বয়সেই বিয়ে করে নেন তিনি।
9/10
শোনা যায়, 'শোলা অউর শবনম' ছবির শ্যুটিংয়ের সময়ই সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে দিব্যা ভারতীর পরিচয় করিয়ে দেন গোবিন্দা। দেখা হওয়ার পরই তাঁরা একে অপরের প্রেমে পড়েন। আর দ্রুত বিয়ে করে নেন। গোপনে সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করার পর নিজের নামও বদলান দিব্যা ভারতী। নতুন নাম হয় সানা নাদিয়াদওয়ালা।
10/10
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করার পর থেকেই নানা মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন দিব্যা ভারতী। স্ট্রেস, চিন্তা এসবের কারণে তিনি মদ্যপান করা শুরু করেন। আর তারপরই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। দিব্যা ভারতীর মৃত্যুর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মদ্যপান করতে করতেই নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত্য হয় তাঁর। যদিও আজ পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি দুর্ঘটনা নাকি খুন, তা আজও রহস্য থেকে গিয়েছে।
Published at : 25 Feb 2022 04:55 PM (IST)