Diwali in Tollywood: কেউ সাজলেন সাবেকি ধাঁচে, কারও পছন্দ লেহঙ্গা, টলিউডের দীপাবলি উদযাপন
সাদার ওপর সোনালি কাজের লেহঙ্গা, ভারি গয়নায় দীপাবলির জন্য তৈরি হয়েছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমুদ্ররঙা পোশাক আর কাজ করা জওহর কোটে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন যশ।
হলুদ শাড়ি, খোলা চুলে নজর কাড়ছেন অভিনেত্রী অরুনিমা।
প্রথমে প্রতিমা দর্শন, তারপর বাড়িতেই পুজোর আমেজ। সোশ্যাল মিডিয়ায় খুশির ছবি শেয়ার করে নিলেন রুদ্রজিৎ ও প্রমিতা।
খোঁপায় লাল জবার মালা, সাবেকি শাড়ি সাজে এক্কেবারে অন্যরকম লুকে নজর কাড়ছেন মনামী ঘোষ (Monami Ghosh)
সবুজ মেরুন শাড়ির ওপর বেনারসি কাজ, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
সোশ্যাল মিডিয়ায় মেরুন লেহঙ্গার সঙ্গে ভারি কাজের গয়না পরেছেন কৌশানী মুখোপাধ্যায়
গোলাপি আর সোনালি কাজের লেহঙ্গায় অপরূপা তৃণা সাহা। হাতে রয়েছে সোনালী ঘড়ি।
আকাশরঙা লেহঙ্গায় ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা, হাতে প্রদীপের থালা।
দেবীর সাজে দেবলীনা কুমার। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -