'Don 3' Update: ফারহান পরিচালিত রণবীরের 'ডন ৩' ছবির শ্যুটিং ফের পিছিয়ে গেল? নেপথ্যে কোন কারণ?
Don 3: এবার শাহরুখ খানের জুতোয় পা গলাবেন রণবীর সিংহ। ফারহান আখতারের পরিচালনায় ডন হিসেবে দেখা যাবে তাঁকে। কিন্তু কেন পিছিয়ে গেল শ্যুটিং?
Continues below advertisement
'ডন ৩' ছবির শ্যুটিং ফের পিছিয়ে গেল, কেন?
Continues below advertisement
1/10
শাহরুখ খান নন, এবার বড়পর্দায় 'ডন' হিসেবে আত্মপ্রকাশ করবেন রণবীর সিংহ। সেই খবর মিলেছিল আগেই। এমনকী কাস্টে যোগ দিয়েছেন কিয়ারা আডবাণী, সেই ঘোষণাও হয়ে গিয়েছে।
2/10
কিন্তু এই আবহেই শোনা যাচ্ছে যে ফারহান আখতার পরিচালিত এই ছবির কাজ পিছিয়ে গেল। কিন্তু কেন? এই বিষয়ে যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
3/10
শাহরুখ খানের বদলে অন্য কাউকে 'ডন' হিসেবে দেখতে হবে তা হয়তো অনুরাগীরা আশা করেননি। ফলে রণবীরের নাম ঘোষণা হতেই হতাশা প্রকাশ করেছিলেন অনেকেই।
4/10
তবে সব বাধা কাটিয়ে শোনা গিয়েছিল এই বছরের অগাস্টেই শুরু হবে ছবির শ্যুটিং। কিন্তু তারপর ফারহান জানান যে শ্যুটিং শুরু হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে।
5/10
কিন্তু কেন এই বিলম্ব? নিউজ ১৮-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ফারহান আখতার নিজে তাঁর অভিনয় নিয়ে এখন ব্যস্ত।
Continues below advertisement
6/10
বুধবার, ৪ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা-পরিচালক-গায়ক ঘোষণা করেন যে তিনি '১২০ বাহাদুর' নামক ছবিতে মেজর শয়তান সিংহ পিভিসি-র চরিত্রে অভিনয় করবেন।
7/10
এই ছবি ভারত-চীন যুদ্ধের সময় ১৯৬২ সালের রেজাং যুদ্ধের চিত্রপট তুলে ধরবে। প্রথম লুক শেয়ারের মাধ্যমে ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে।
8/10
সূত্রের খবর, নিজের পরিচালনার কাজ শুরুর আগে তিনি '১২০ বাহাদুর' ছবির নির্মাতাদের দেওয়া কথা রাখছেন। এবং এতে মাস কয়েক সময় লাগবে বলে 'ডন ৩'র কাজ ৪ মাস মতো পিছিয়ে দেওয়া হয়েছে।
9/10
ফলে আন্দাজ করা যায় যে 'ডন ৩' ছবির শ্যুটিং শুরু হতে পারে আগামী বছর মে-জুন মাস নাগাদ। এছাড়া রণবীর সিংহ নিজেও আদিত্য ধরের পরবর্তী ছবিতে মন দিয়েছেন।
10/10
'ডন ৩' ছবিতে দেখা যাবে কিয়ারাকেও। তবে অভিনেত্রী আপাতত ব্যস্ত অয়ন মুখোপাধ্যায়ের 'ওয়ার ২' ছবির শ্যুটিংয়ে হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে।
Published at : 06 Sep 2024 02:04 PM (IST)