লন্ডনের দুর্গাপুজোয় দীক্ষামঞ্জরীর ছাত্রীদের নৃত্যানুষ্ঠান, অংশ নিলেন ডোনা গঙ্গোপাধ্যায়
লন্ডনের দুর্গাপুজোয় ছাত্রীদের নিয়ে নৃত্যানুষ্ঠান ডোনা গঙ্গোপাধ্যায়ের। বিলিতি বাঙালির দুর্গাপুজোয় সামিল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনলাইনে নাচ শেখানোর পর নবমীর দিন ছাত্রীদের নিয়ে নৃত্যানুষ্ঠানে অংশ নেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। পুজোর ক’দিন দেবী আরাধনার পাশাপাশি চলে শুভেচ্ছা বিনিময়, আড্ডা।
লন্ডনের ‘বিলেতে বাঙালি’র তরফে আয়োজিত দুর্গাপুজোয় দীক্ষামঞ্জরীর এই অনুষ্ঠান। নবমীর সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চ মাতালেন লন্ডনবাসী দীক্ষামঞ্জরীর ছাত্রীরা।
মেয়ের পড়াশোনার জন্য সানার সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়ও এবার লন্ডনে। কোভিডকালে কলকাতায় বসে অনলাইনে দিয়েছিলেন নৃত্যশিক্ষার পাঠ।
লন্ডনে বসে নাচের সেই পাঠ নেন শিক্ষার্থীরা। আর ‘বিলেতে বাঙালি’র পুজোয় নৃত্য পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরীর ছাত্রীরা।
তাঁদের সঙ্গে নাচে অংশগ্রহণ করলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও।
অনুষ্ঠান শেষে লন্ডনবাসী বাঙালিদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন সৌরভ-জায়া।
‘বিলেতে বাঙালি’র পুজোকে ঘিরে ৪ দিনের উৎসবে মেতে উঠেছিলেন লন্ডনবাসী বাঙালিরা। নিষ্ঠাভরে পুজার্চনার পাশাপাশি চলল শুভেচ্ছা বিনিময়, হৈ-হুল্লোর। খাওয়া-দাওয়ার ছিল এলাহি আয়োজন।
মেয়ে সানার উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি দিয়েছিলেন সৌরভ-ডোনা। কিন্তু পুজোর আগেই কলকাতায় ফিরে আসেন সৌরভ। উপভোগ করেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তারপর পুজোর আমেজ গায়ে মেখে নিয়ে ফের দুবাই পাড়ি দেন আইপিএলের দায়িত্ব সামলাতে।
মেয়ের সঙ্গে লন্ডনেই রয়ে গিয়েছিলেন ডোনা। আর সেখানেই অভিনব নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে মন জয় করলেন প্রবাসী বাঙালিদের।
'বিলেতে বাঙালি'-র পুজোয় এবার বিশেষ আকর্ষণ ছিলেন মহিলা পুরোহিত, ভারতী গোস্বামী দাশগুপ্ত। অনবদ্য এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান।
কেবল নৃত্যানুষ্ঠান নয়, পুজোর আচারেও হাত লাগিয়েছিলেন ডোনা। সব মিলিয়ে এলাহি আয়োজন ছিল বিলেতে বাঙালির পুজোয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -