'Drishyam 2': 'সপরিবারে' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির বিজয় সালগাঁওকর, প্রকাশ্যে ছবি
Drishyam 2: অবশেষে মুক্তি পেল অজয় দেবগণ, তব্বু, অক্ষয় খন্না অভিনীত বহু প্রতীক্ষিত দৃশ্যম ২ ছবির ট্রেলার। ১৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।
'দৃশ্যম ২' ট্রেলার লঞ্চ
1/10
অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল অজয় দেবগণ (Ajay Devgn), তব্বু (Tabu), অক্ষয় খন্না (Akshaye Khanna) অভিনীত 'দৃশ্যম ২'-এর ট্রেলার ('Drishyam 2' Trailer Out)।
2/10
এদিন ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে সেই ট্রেলার শেয়ার করে নেন অভিনেতা।
3/10
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। ফর্মাল পোশাকে হাজির ছিলেন অজয় দেবগণ।
4/10
১৭ অক্টোবর, সোমবার, মুক্তি পেল জনপ্রিয় ছবি 'দৃশ্যম'-এর দ্বিতীয় ভাগের ট্রেলার।
5/10
এদিন সোশ্যাল মিডিয়ায় আগামী ছবির ট্রেলার পোস্ট করে অজয় দেবগণ লেখেন, 'শব্দে নয়, দৃশ্যে মন দিন। কারণ শব্দের মধ্যে, মিথ্যা লুকিয়ে পড়ার জায়গা খুঁজেই নেয়। দৃশ্যম ২ ট্রেলার মুক্তি পেয়েছে। কেস নতুন করে খুলছে ১৮ নভেম্বর, ২০২২।'
6/10
ট্রেলারেই স্পষ্ট ৭ বছর আগে বন্ধ হয়ে যাওয়া বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কেস ফের খুলছে।
7/10
একাধিক অনভিপ্রেত ঘটনার মধ্যেই দিয়ে যেতে হবে এই পরিবারকে। ফের একাধিক দুঃস্বপ্নের সম্মুখীন হতে হবে তাঁদের।
8/10
এবার এসিপি থমাসের চরিত্রে দেখা যাবে অক্ষয় খন্নাকে। বিজয়ের 'মিথ্যা' ধরার দায়িত্বে এবার তিনিই।
9/10
তবে তাঁর সঙ্গে অবশ্যই যোগ দেবেন আইজি মীরা দেশমুখ। এই ছবিতেও মীরার চরিত্রে তব্বু ও বিজয়ের চরিত্রে অজয় দেবগণ রয়েছেন।
10/10
এছাড়াও আগের ছবির মূল স্টারকাস্ট থাকছে। দ্বিতীয় ছবিতেও দর্শকদের মন জয় করতে আসছেন বিজয় সালগাঁওকরের চরিত্রে অজয় দেবগণ।
Published at : 17 Oct 2022 08:48 PM (IST)